X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দলীয় সদস্যদের রায়ে আবারও লেবার নেতা করবিন

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৮
image

দুই বছর সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন বুঝিয়ে দিলেন, তিনিই দলীয় সদস্যদের আস্থার কেন্দ্রবিন্দু। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর এক খবর থেকে জানা গেছে, লেবার পার্টির নেতা নির্বাচনের দ্বিতীয় ভোটেও বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

গত দুই বছরের মধ্যে এটা দ্বিতীয়বার লেবার পার্টির নেতা নির্ধারণের জন্য ভোটাভুটি হলো। বিগত সাধারণ নির্বাচনে লেবার পার্টি পরাজিত হবার পর পূর্বতন নেতা এড মিলিব্যান্ড পদত্যাগ করেছিলেন। এরপর দলীয় সদস্যরা করবিনের ওপর তাদের আস্থার ভার অর্পণ করেন।

ইন্ডিপেনডেন্ট বলছে, দলের সদস্যদের ভোটে নেতা নির্বাচনের ফলাফল অনুযায়ী জেরেমি করবিন মোট ৩ লাখ ১৩ হাজারের কিছু বেশি ভোট পান - যা মোট প্রদত্ত ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ ১ লাখ ৯৩ হাজার ভোট পেয়েছেন, যা প্রদত্ত ভোটের ৩৮ দশমিক ২ ভাগ।

জেরেমি করবিন

উল্লেখ্য,দলের তৃণমূল কর্মীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে লেবারদের নেতা নির্বাচিত হয়েছিলেন করবিন। নব্য উদারবাদী অর্থনীতির পক্ষের নিও লেবারদের বিরুদ্ধেই তার অবস্থান। লেবার পার্টির জনমুখী পুরনো ধারার রাজনীতিকেই উপজীব্য করেন এই বামপন্থী নেতা। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা না হওয়ার পক্ষে অর্থাৎ ‘রিমেইন’ শিবিরের হয়ে প্রচারণা চালিয়েছিলেন লেবার নেতা জেরেমি করবিন। তবে ব্রিটিশ জনগণের রায় এর বিপক্ষে যাওয়ার পর দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। জুনে ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করার বিষয়টি মূলত করবিনের বিরুদ্ধে অনাস্থা ভোট আহ্বান করার ক্ষেত্রে লেবার এমপিদের জন্য অনুঘটক হিসেবে কাজ করেছিল। করবিনের বিপক্ষে দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জে নামেন ঈগল এবং ওয়েন স্মিথ। পরে অবশ্য স্মিথকে সমর্থন জানিয়ে ঈগল এ লড়াই থেকে সরে দাঁড়ান। করবিন আর স্মিথের মধ্যেই নেতৃত্বের লড়াই হয় শেষ পর্যন্ত।

দলীয় সদস্যদের রায়ে আবারও লেবার নেতা করবিন

লেবার পার্টির সাধারণ সদস্যদের মধ্যে করবিন অনেক বেশী জনপ্রিয় হলেও এমপিদের মধ্যে একটি বড় অংশই তার বিরোধী। তাই তিনি নির্বাচন জিততে পারবেন না বলে প্রচার করতে চায় তার বিরোধীরা। তবে করবিনের সমর্থকরা মনে করেন, গত কয়েক দশকে লেবার পার্টি তার প্রকৃত মূল্যবোধ ও চরিত্র হারিয়ে ফেলেছিল, এবং করবিনের নেতৃত্বেই তারা আগামি নির্বাচন জিততে পারবেন। দলীয় নেতৃত্ব নির্ধারণের এই নির্বাচনে জয়ী হওয়ার পর লেবার নেতা করবিন হুঁশিয়ার করেছিলেন, এমপিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন তিনি। তবে নির্বাচন পূর্ববর্তী অবস্থায় তিনি বলেছিলেন, দলীয় গঠনতন্ত্র এবং গণতান্ত্রিকতার পরিসরেই এমপিদের কাজ করতে হবে।

নির্বাচনের ফল ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তৃতায় দলকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন করবিন।

/বিএ/

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে