X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় কেজরিওয়াল-চিদাম্বরমের সমালোচনা করলো বিজেপি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ২০:৫১আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২০:৫৩
image

রবি শঙ্কর প্রসাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পরিচালিত ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় তাদের তীব্র সমালোচনা করেছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, ‘আমি অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞেস করতে চাই, তিনি আমাদের সেনাবাহিনীর অসামান্য বীরত্বকে বিশ্বাস করেন কিনা, যারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে।’
তিনি কেজরিওয়ালকে লক্ষ্য করে আরও বলেন, ‘প্রমাণ চাওয়ার নামে আমাদের সশস্ত্রবাহিনীর মহান নেতৃত্ব, সাহস আর ত্যাগকে খাটো করবেন না। আপনি কেন পাকিস্তানের প্রপাগান্ডায় প্রভাবিত হচ্ছেন?’
প্রসাদ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা চিদাম্বরমকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে কিনা, এ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন কেন, এ নিয়ে কি তার মনে কোনও সন্দেহ আছে?’ তিনি চিদাম্বরমের মন্তব্যকে আরও স্পষ্ট করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

অরবিন্দ কেজরিওয়াল

সোমবার তিন মিনিটের একটি ভিডিওতে আম আদমি পার্টির (এএপি) নেতা কেজরিওয়াল বলেন,  ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একশোটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু পাকিস্তানের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি আমি। পাকিস্তানের দাবি মিথ্যে প্রমাণের জন্য ওই অভিযানের ভিডিও প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।’

এক টুইটার বার্তায় কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, ‘সরকারকে অবশ্যই ওই অভিযানের ভিডিও প্রকাশ করা উচিত। যদিও কংগ্রেস সন্দেহাতীতভাবে ওই অভিযানের তথ্যকে বিশ্বাস করে।’

একইভাবে কংগ্রেস নেতা পি চিদাম্বরমও ওই অভিযানের তথ্য-প্রমাণ জনসমক্ষে হাজির করে পাকিস্তানের প্রপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পি চিদাম্বরম

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর বিপরীতে পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে ‘মিথ্যে দম্ভ’ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যে প্রমাণের জন্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বশেষ খবর
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র