X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রতিশোধমূলক হামলায় গুলির হিসেব করে না ভারত: রাজনাথ

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ১৪:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৪:০৪
image

সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে যান রাজনাথ ভারত নিজে থেকে কখনও হামলা চালায় না বরং কেউ হামলা চালানোর পর প্রতিশোধমূলক হামলা চালায় বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে প্রতিশোধমূলক হামলা শুরু করলে ভারত গুলির হিসেব করে না বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার পাকিস্তান সংলগ্ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে রাজনাথ এসব কথা বলেন।
উল্লেখ্য, পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে কথিত এনকাউন্টারে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর আবারও জয়েশ ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত। পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এ নিয়ে দুদেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।
এমন প্রেক্ষাপটে শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। রাজস্থান সফরের দ্বিতীয় দিনে রাজনাথ সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র মুনাবাও আউটপোস্টে যান। সেখানে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি  বলেন, ‘আমরা কখনও প্রথমে গুলি করি না। কিন্তু আমাদের ওপর হামলা হলে তখন পাল্টা হামলা চালাই এবং বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ার পর আমরা আর গুলির হিসেব করি না।’
বিএসএফের প্রশংসা করে রাজনাথ আন্তর্জাতিক সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং জওয়ানদের কাজের পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সংস্কারের কাজ জরুরী ভিত্তিতে করা হবে।
সীমান্তে টহলদারির সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা ও সমান্তরাল সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করা হবে বলেও রাজনাথ জানিয়েছেন। বিএসএফের যে বর্ডার আউটপোস্টগুলি টেলি যোগাযোগের সুবিধা নেই সেখানে ওই ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি আরও বেশি স্যাটেলাইট ফোন দেওয়া হবে বলেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

/এফইউ/

 

 

সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই