X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আলেপ্পোতে রুশ বিমান হামলায় নিহত ৫৫

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ২০:১৫আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২০:১৭

আলেপ্পোতে রুশ বিমান হামলায় নিহত ৫৫ সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৫ জন। এদিকে সিরিয়ায় অব্যাহত সংঘাত ও রক্তপাত বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশ। মানবাধিকার কর্মীরা এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যাপক বিমান হামলা হিসেবে বর্ণনা করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি। এদের মধ্যে শিশুরাও রয়েছে।

আলেপ্পোর পূর্বাঞ্চলে সম্প্রতি বিদ্রোহীদের দখলে থাকা বিভিন্ন এলাকা ত্যাগে বেসামরিক নাগরিকদের সুযোগ দিতে বিমান হামলা সাময়িক শিথিল করার আহ্বান জানায় সিরিয়ার কর্তৃপক্ষ। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তাতে কর্ণপাত না করে বুধবার সেখানে ব্যাপক বিমান চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফরের পরিকল্পনা বাতিল করার পর আলেপ্পোয় ব্যাপক এ হামলা শুরু করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে পুতিনের সাক্ষাত করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সাক্ষাতে সিরিয়ার ব্যাপারে আলোচনা করা হবে প্যারিস এমন কথা জানানোর পর ওই সফর বাতিল করা হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার বলেছেন, আলেপ্পোতে বোমা হামলা চালানোর অভিযোগে রুশ কর্মকর্তাদের যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। পরদিন মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টে বলেন, সিরিয়া সংঘাতে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার কারণে মস্কো একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে মস্কো বেসামরিক লোকদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বারবার অস্বীকার করে আসছে। তারা বলছে তাদের হামলার লক্ষ্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলো।

/এমপি/

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা