X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প হবেন বিপজ্জনক প্রেসিডেন্ট: জাতিসংঘের মানবাধিকার প্রধান

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ২০:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২০:৪৯

ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে স্ববিরোধী, বিরক্তিকর আচরণ এবং মানবাধিকারবিরোধী বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান জেইদ-রাদ-আল হুসেইন। নির্বাচিত হলে এসব কারণে ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট হবেন বলে মন্তব্য করেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই নানা মন্তব্যের মাধ্যমে বিতর্কের জন্ম দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে মুসলমানদের বের করে দেয়া, মেক্সিকোর সীমান্তে অভিবাসীদের ঠেকাতে দেয়াল তোলার প্রস্তাব, কর ফাঁকি দিয়ে গর্ব করাসহ এমন নানা মন্তব্যের পর সর্বশেষ নারীদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিপাকে পড়েন ট্রাম্প। গত কয়েকদিনে তিনি এমনকী দলের অভ্যন্তরেই অনেক বড় নেতার সমর্থন হারিয়েছেন।

এই প্রেক্ষাপটে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন বলেছেন- ‘ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন, যে পরিবর্তন আনার কথা তিনি বলেছেন, আর সেটা যদি তিনি করতে চান- তাহলে আমি নি:সন্দেহে বলতে পারি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপদজনক প্রেসিডেন্ট হবেন।’

বক্তব্য দিয়ে তা থেকে সরে আসার নজিরও রয়েছে ট্রাম্পের। রয়েছে স্ববিরোধিতা। মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ-রাদ-আল হুসেইন ট্রাম্পের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক ধরনের ব্যবহার করেন। বিভিন্ন সম্প্রদায়ের কাছে সেটা গ্রহণযোগ্য নয়।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তার বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। নির্বাচনী প্রচারণা নিয়ে নানা বিতর্কের মাঝে রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারান ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প বলেছেন, নির্বাচনে জেতার জন্য ডেমোক্রেট নয় বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে।

রাদ হুসেইন আরও বলেছেন, কোনও দেশের রাজনৈতিক প্রচার-প্রচারণায় হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা তার নেই। সেই উদ্দেশ্যে তিনি মন্তব্য করেননি। কিন্তু যখন একটি নির্বাচনের প্রচারণা বা ফলাফল যদি এমন হয় যা সাধারণ মানুষের মানবাধিকার ক্ষুণ্ন করবে তা নিয়ে মন্তব্য করার অধিকার আছে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/আপ-এমপি/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী