X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মসুলে ইরাকি বাহিনীর অভিযানে পিছু হটছে আইএস

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১১:১০আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১১:২৪

মসুলে ইরাকি বাহিনীর অভিযানে পিছু হটছে আইএস ইরাকের আইএস নিয়ন্ত্রিত মসুল শহরে জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অভিযানের প্রথম দিনেই মসুলের বিভিন্ন এলাকা থেকে পিছু হটেছে জঙ্গিরা। এর ফলে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে আইএসের সরাসরি সংঘর্ষ হয়েছে খুবই কম। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে যোগ দিয়েছে মার্কিন যুদ্ধবিমান। পেন্টাগন বলছে, প্রথম দিনের লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। তবে আইএসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে না হওয়ায় বিশ্লেষকরা বলছেন, এখনও পর্যন্ত অর্জন অনেকটাই প্রতীকী।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, মসুলের লড়াই শেষ হতে বেশ সময় লাগতে পারে। কারণ আইএস রুখে দাঁড়িয়ে লড়াই করবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।

মসুল অভিযানে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে আইএস বিরোধী কুর্দি পেশমেরগা যোদ্ধারা। ইরাকি বাহিনীর সঙ্গে তাদের এ যৌথ অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট মাসুদ বার্জানি।

ইরবিলের কাছে খাজির শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে আইএসের হাত থেকে অনেক এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ২০০ বর্গকিলোমিটার এলাকা স্বাধীন হয়েছে। এটি মসুল অভিযানের প্রথম ধাপ। এখানে প্রথমবারের মত সন্ত্রাসী সংগঠন, দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনী এবং পেশমের্গা যোদ্ধাদের রক্ত মিশ্রিত হচ্ছে। আমি আশা করি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের এটি একটি ভালো সূচনা।

সংবাদ সম্মেলনে ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট মাসুদ বার্জানি

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের দখলে যায় ২০১৪ সালে। শহরটির জনসংখ্যা ২৫ লাখ।

আইএস প্রধান, আবু বকর আল বাগদাদি তার তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার জন্য মসুলকেই বেছে নেন। এ কারণে মসুল পুনরুদ্ধারের একটি প্রতীকী মূল্যও রয়েছে বলে মনে করছে পেন্টাগন।

কয়েক মাসের দীর্ঘ পরিকল্পনার পর ইরাকি, কুর্দি এবং সুন্নি বিভিন্ন গোত্রের প্রায় ৩০ হাজার যোদ্ধা ইরাকে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি মসুলে অভিযান শুরু করে। ধারণা করা হয় শহরটিতে এখনো চার হাজার থেকে আট হাজার আইএস যোদ্ধা অবশিষ্ট রয়েছে।

জাতিসংঘ বলছে, তারা মসুলে যুদ্ধের কারণে ঘরহারা মানুষদের জন্য আরও আশ্রয়শিবির তৈরি করছে। এখনও পর্যন্ত তাদের কাছে প্রায় চার লাখ মানুষকে আশ্রয় দেওয়ার মত তাঁবু ও খাদ্য রয়েছে।

মসুলে ইরাকি বাহিনীর অভিযানে পিছু হটছে আইএস

১৭ অক্টোবর ২০১৬ সোমবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে আইএসের হাত থেকে মসুলকে মুক্ত করার এ অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “বিজয়ের মুহূর্ত অত্যাসন্ন। মসুল মুক্ত করার অভিযান শুরু হয়েছে। আজ আমি দায়েশের (আইএস) সহিংসতা ও সন্ত্রাসবাদ থেকে আপনাদের মুক্ত করার অভিযান শুরু করার কথা ঘোষণা করছি। অভিযানে নেতৃত্ব দেবে সাহসী ইরাকি সেনাবাহিনী ও জাতীয় পুলিশ। ইনশাআল্লাহ দায়েশের হাত থেকে আপনাদের মুক্তি উদযাপন করতে আমরা শিগগিরই মসুলে মিলিত হবো। সব ধর্মের মানুষ মিলে দায়েশকে পরাজিত করে আমরা প্রিয় শহর মসুলের পুনর্গঠন করবো।”

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনর্দখলের ক্ষেত্র সৃষ্টির জন্য গত আগস্টে নগরী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগত কাইয়ারা শহর দখল করে সরকারি বাহিনী। ইরাকে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাজলি বলেছেন, মসুল পুনরুদ্ধারের অভিযানে অন্তত ২৫ হাজার সেনা অংশ নিচ্ছে।

ইরাকের কর্মকর্তারা বলছেন, যদি মসুল থেকে আইএসকে পরাজিত করা সম্ভব হয় তাহলে তা হবে আইএসের জন্য একটি বড় ধাক্কা। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু