X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনকে প্রভাবিত করায় ইন্টারনেট-বিচ্ছিন্ন অ্যাসাঞ্জ: ইকুয়েডর

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৬:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০৭:৩২

জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন মূল্যবান নথি প্রকাশ করার কারণেই উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইকুয়েডর। মঙ্গলবার ইকুয়েডর কর্তৃপক্ষের এক বিবৃতিতে, অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার খবরটি নিশ্চিত করে মার্কিন নির্বাচন প্রসঙ্গটি উল্লেখ করা হয়। এর আগে আলোচিত গণমাধ্যম উইকিলিকসের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছিল, অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পেছনে মার্কিন চাপ রয়েছে।  
উল্লেখ্য, ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের পাশাপাশি গত জুলাইয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কনভেনশনের আগে কমিটির সদস্যসহ বেশ কয়েকজনের ইমেইল ফাঁস করে উইকিলিকস। সেখানে দেখানো হয়, হিলারির প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সকে দমিয়ে রাখতে ছক কষেছিলেন কমিটির নেতারা। সম্প্রতি হিলারির প্রচারণা শিবিরের উপদেষ্টা জন পোডেস্টার ইমেইলও ফাঁস করা হয়। সর্বশেষ গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া হিলারির ভাষণ প্রকাশ করে উইকিলিকস। সোমবার (১৭ অক্টোবর) রাতে উইকিলিকসের এক অফিশিয়াল টুইটার বার্তায় জানানো হয়, ‘আমরা নিশ্চিত করছি, শনিবার গ্রিনিচ মান সময় ৫টায় গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া ক্লিনটনের ভাষণ প্রকাশের কিছুক্ষণ পরই ইকুয়েডর কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।’ হিলারির বিষয়ে ফাঁস করা ইমেইলের দশম খণ্ডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া তার কয়েকটি ভাষণ রয়েছে। ওই প্রতিটি ভাষণের জন্য হিলারি পেয়েছেন দুই লাখ ২৫ হাজার ডলার করে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ইকুয়েডর কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার খবরটি নিশ্চিত করে এক বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে শ্রদ্ধা করে ইকুয়েডর’। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কারণ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারে সক্ষম এমন কিছু মূল্যবান নথি ফাঁস করেছে উইকিলিকস’।

তবে অ্যাসাঞ্জকে ইকুয়েডরে দেওয়া আশ্রয় বহাল থাকবে এবং তিনি নিরাপদ জায়গায় না পৌঁছানো পর্যন্ত তার জীবন ও শরীরকে অক্ষত রাখা হবে বলেও আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

ইকুয়েডর আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা স্বীকার করার আগে উইকিলিকসও দাবি করেছিল, দেশটিই অ্যাসাঞ্জের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়াও উইকিলিকসের পক্ষ থেকে দাবি করা হয়, মার্কিন প্রশাসনের নির্দেশেই অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে উইকিলিকস জানিয়েছে, গত মাসে কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরের সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে অ্যাসাঞ্জকে হিলারির তথ্য ফাঁস আটকাতে পদক্ষেপ নিতে বলেছিলেন। দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর। এরই ফলশ্রিতিতে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে উইকিলিকসের দাবি।

উল্লেখ্য, অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন ইকুয়েডর দূতাবাসে পালিয়ে এসে সুইডেনে নির্বাসন এড়াতে সমর্থ হন, সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। আশঙ্কা করা হচ্ছিল, তিনি মামলার জন্য সুইডেনে গেলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। সুইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, তিনি পালানোর চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে। দূতাবাস ভবনের সামনে সব সময় ব্রিটিশ পুলিশ মোতায়েন রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস