X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জকে যৌনাসক্ত প্রমাণের চেষ্টার নেপথ্যে ক্লিনটন-ওবামা-হিলারির ঘনিষ্ঠরা!

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ২১:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২১:৪৩

অ্যাসাঞ্জকে যৌনাসক্ত প্রমাণের চেষ্টার নেপথ্যে ক্লিনটন-ওবামা-হিলারির ঘনিষ্ঠরা!

১৮ অক্টোবর (বুধবার) জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে কুৎসা রটনাকারী এক ওয়েবসাইটের বিরুদ্ধে সরব হয় উইকিলিকস। এ সংক্রান্ত ধারাবাহিক টুইটে তারা দাবি করেন, টডঅ্যান্ডক্লেয়ার ডট কম নামের ওই ওয়েবসাইটি আদতে ভুয়া সাইট। দাবির সপক্ষে প্রমাণও হাজির করে তারা। উইকিলিকসের দাবির গুরুত্ব অনুধাবন করে ওই ওয়েব সাইটটির ব্যাপারে খোঁজ-খবর শুরু করে কমিউনিটিভিত্তিক মার্কিন মিডিয়া রেডিট ডট কম। একটি ডেমোক্র্যাটপন্থী সুপার প্যাক এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের কর্মচারীরা অ্যাসাঞ্জকে কলঙ্কিত করতেই এমন কাজ করেছে; এমন তথ্য উঠে আসে রেডিটের অনুসন্ধানে। ওই প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আসন্ন মার্কিন  নির্বাচনের ডেমোক্র্যাপ প্রার্থী হিলারি ক্লিনটনের সখ্যতার প্রমাণ হাজির করেছে রেডিট।

১৮ অক্টোবর প্রথমবারের মতো অ্যাসাঞ্জকে শিশুদের প্রতি যৌনাসক্ত প্রমাণের চেষ্টার বিপরীতে নিজেদের অবস্তান জানায় উইকিলিকস। অ্যাসাঞ্জকে নিরপরাধ প্রমাণের সাক্ষ্য হিসেবে ধারাবাহিকভাবে নথিও প্রকাশ করেছে তারা। উইকিলিকস দাবি করে, অ্যাসাঞ্জকে কলঙ্কিত করবার জন্যই ওই সাইটটি তৈরি করা হয়েছিলো। 

আঁশটে গন্ধ পেয়ে বিষয়টি খুঁড়ে দেখার চেষ্টা করে রেডডিটের এডিটররা। তারা দেখতে পায় এই উদ্দেশ্যপ্রণোদিত সাইটটির পেছনে যারা আছেন তারা সকলেই ক্লিনটন-হিলারির কাছের লোক। টডঅ্যান্ডক্লেয়ার নামের ওই ডেটিং ওয়েবসাইটটি ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। দেখা গেছে এটা অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান যারা অ্যাসাঞ্জের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্যই ওই ওয়েবসাইটটি স্থাপন করেছে, এই সাইটের সংশ্লিষ্ট সকল কিছুই নকল। প্রকৃতপক্ষে তাদের কোন সদস্যও নেই। 

রেডিট-এর অনুসন্ধানে দেখা যায়, প্রেসিডেন্ট ক্লিনটনের অধীনে কোষাধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত লরেন্স এইচ সামারস এই কোম্পানিটির পরিচালক। তিনি প্রেসিডেন্ট ওবামার অধীনে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলেরও পরিচালক। ইনিই সেই ল্যারি সামারস যিনি সেন্টার ফর অ্যামেরিকান প্রগ্রেসেও কাজ করেছেন।

টডঅ্যান্ডক্লেয়ার নামের ওই ডেটিং ওয়েবসাইটটির সঙ্গে এই কাজে যুক্ত আছে প্রেমাইজ ডাটা কর্পোরেশন নামের সানফ্রানসিস্কোর একটি টেক কোম্পানিও। কৌতূহলোদ্দীপক অনুসন্ধানে দেখা যায় প্রেমাইজ ডাটার প্রতিষ্ঠাতা ডেভিড সলোফও হিলারি ক্লিনটনের কাছের লোক। তার টুইটারে গিয়ে ডেমোক্র্যাটদের হিলারির রানিংমেট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে প্রোমাইজ ডাটা নামের ওই প্রতিষ্ঠানের সম্পর্কের কথা তুলে এনেছে রেডিট। প্রেমাইজ ডাটার সঙ্গে হিলারির সম্পর্কের এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা জন্য পডেসটার ইমেইলও তিনিই রেকর্ড করেন।

আরও গভীরে অনুসন্ধান করে রেডডিট এই সাইটের সঙ্গে ক্লিনটনদের আরও নানামুখী যোগাযোগের কথা জানতে পারে। প্রেমাইজ ডাটার আরেক কর্মকর্তা জোয়ানা লি শেভেঙ্কো রাশিয়ান সফটওয়্যার ডেভেলপার দিমিত্রি শেভেঙ্কোর স্ত্রী। দিমিত্রি শেভেঙ্কো হিলারি ক্লিনটনের অধীনে স্টেট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।  টডঅ্যান্ডক্লেয়ারের ফোন নম্বরো প্রেমাইজ ডাটার ফোন নম্বরের সঙ্গে মেলে। 

রেডডিটের এক গ্রাহক দেখিয়েছেন এই সাইট ভুয়া ফেসবুক ও ইউটিউবসহ বিস্তৃত কাজ করেছে, ফলে এরা এ ধরনের ভুল করতে পারে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।  আরেক রেডিটর (রেডইটের এডিটর) বলেন, যেহেতু ওয়েবসাইটটিই নকল, কাজেই তারা একটি ভুল ঠিকানাই বেছে নিয়েছে।

/ইউআর/বিএ/

সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
৩৪জন পেলো ইয়েস কার্ড
৩৪জন পেলো ইয়েস কার্ড
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা