X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প সমর্থক গ্রেফতার

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ১০:১১আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১০:১৭

গ্রেফতারকৃত টেরি লিন রট যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প সমর্থক এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ৫৫ বছরের ওই নারীর নাম টেরি লিন রট। তিনি আইওয়ার দেস ময়েনেস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দুইবার ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আগাম ভোট দেওয়ার সুযোগ নিয়ে তিনি এ কাজ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

নির্বাচনি প্রচারণায় ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্প শিবির থেকেই বেশি হৈচৈ করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ তুলেছেন, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে কারচুপি হবে। তার এ রকম অভিযোগের মধ্যেই জাল ভোট দিতে গিয়ে গ্রেফতার হলেন ট্রাম্প সমর্থক টেরি লিন রোট।

গ্রেফতারকৃত টেরি লিন রট রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। গত বৃহস্পতিবার পল্ক কাউন্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার পাঁচ হাজার ডলার জামানত দিয়ে তিনি কারাগার থেকে ছাড়া পান। তবে জাল ভোট দেওয়ার কারণে তাকে আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। আগামী ৭ নভেম্বর টেরি লিন রট-এর মামলার প্রাথমিক শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে ভোট জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন টেরি লিন রট। ট্রাম্প সমর্থক এই নারী আইওয়া পাবলিক রেডিওকে বলেন, “দুইবার ভোট দেওয়ার কোনও পরিকল্পনা আমার ছিল না। উত্তেজনার বশে আমি ওই কাজ করেছি। নির্বাচনে কারচুপি হয়।”

টেরি লিন রটের প্রথম ভোটটি বৈধ হিসেবে গণ্য হবে। আর দ্বিতীয় ভোটের শাস্তি নির্ধারিত হবে আদালতের রায়ে।

এই জালভোট নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলেন পল্ক কাউন্টি অ্যাটর্নি জন সার্কন। তিনি জানান, ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করছেন। এ দীর্ঘ সময়ে ভোট জালিয়াতের খুব কম অভিযোগই তিনি পেয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী