X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মসুলের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ০৮:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০৮:৫০

মসুলের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী আইএস নিয়ন্ত্রিত শহর মসুলের দিকে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী। মসুলের পূর্ব প্রান্তের কয়েকশ মিটার দূরে অবস্থান নেওয়ার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। কাউন্টার-টেরোরিজম সার্ভিস (সিটিএস)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সম্প্রতি বারতাল্লা শহরকে পুনর্দখল করা হয়েছে। মসুলের পথে এখন মাত্র দুটি গ্রাম ইসলামিক স্টেট (আইএস) এর দখলে রয়েছে।

একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন, ‘বাজওয়াইয়া ও জগজালি পুনরুদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে। মসুলের আগে সর্বশেষ এই দুটি গ্রাম জিহাদিদের দখলে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যদি তা করতে পারি, তবে আমরা মসুল থেকে কয়েকশ মিটার দূরে অবস্থান নিতে পারব।’

মসুল টাইগ্রিস নদী দিয়ে দুই ভাগে বিভক্ত। ইরাকি বাহিনী মসুলের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হচ্ছে।

এদিকে মসুল নগরী পুনরুদ্ধারের অভিযান শুরুর পর থেকে ১০ হাজারেরও বেশি ইরাকি ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত মাসে ইরাকি ও কুর্দি বাহিনী যৌথভাবে মধপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নিয়ন্ত্রণে থাকা মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

ইরাকি বাহিনী মসুলের কাছাকাছি জনবহুল অঞ্চলে পৌঁছানোর পর, হাজার হাজার মানুষ সেখান থেকে পালাতে শুরু করেছে। জাতিসংঘের ত্রাণকর্মীরা জানিয়েছেন, ১০ হাজার মানুষ মসুল থেকে পালিয়ে আসাটা খুবই অল্প একটা অংশ। তারা ১০ লাখেরও বেশি মানুষ মসুল ছেড়ে পালাবে বলে ধারণা করছেন।

মসুল অভিমুখে কুর্দি পেশমের্গা বাহিনী।

নগরী থেকে পালিয়ে আসার কোনও মানবিক করিডোর না থাকলেও, এমনকি পালানোর ক্রসফায়ারের শঙ্কা থাকলেও মসুলবাসীরা বাধ্য হয়েই পালাচ্ছেন। গত দুইদিনে ইরাকি ও কুর্দি বাহিনী মসুলের আরও কাছাকাছি পৌঁছানোয় বিপুল সংখ্যক মানুষ মসুল থেকে পালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে পায়ে হেঁটেই পালিয়ে আসছেন।

এদিকে, মসুলের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে ইরাকি বাহিনী আইএস-এর সঙ্গে সম্মুখ যুদ্ধ শুরু করেছে। মসুলে প্রবেশের মুখে ইরাকি ও কুর্দি পেশমেরগা বাহিনী আইএস-এর প্রবল বাধার সম্মুখীন হচ্ছে। তবে আইএস-এর দখল থেকে এরইমধ্যে অন্তত ৯০টি গ্রাম উদ্ধার করেছে ইরাকি ও কুর্দি বাহিনী। মসুল নগরীর আশেপাশের বেশ কিছু অঞ্চলও ইরাকি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন তারা নগরীর ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছেন।

ইরাকি বাহিনী মসুলের নিকটবর্তী রুতবা শহর পুনরুদ্ধার করেছে। অপরদিকে পেশমেরগা বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় বাশিকা শহরটি পুনরুদ্ধার করেছে।

মার্কিন যুদ্ধবিমান শহরের কিছু কিছু এলাকায় বিমান হামলা চালিয়ে ইরাকি ও কুর্দি বাহিনীকে সহায়তা করেছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার জানিয়েছেন, অভিযানের গতি কমে আসলেও তারা আর কোনও সেনা সদস্যকে ইরাকে পাঠাবেন না। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী