X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনের আরও যা বাকি

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ১৯:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৯:১৯
image

যুক্তরাষ্ট্রের পতাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে জয়-পরাজয় নির্ধারিত হয়ে গেলেও মূল আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ডিসেম্বরে ইলেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করার পর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আর তারপরই যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ও ৪৮-তম ভাইস প্রেসিডেন্ট তাদের দায়িত্ব গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। বেসরকারি হিসেবে এবারের নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৬টি অঙ্গরাজ্যের ফলাফলে ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। তবে এখনও আরও কিছু আনুষ্ঠানিকতার বাকি।

এবার ইলেক্টরদের ভোট দেওয়ার পালা

১৯ ডিসেম্বর ইলেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য মিলিত হবেন। ইলেক্টর যদি প্রতিশ্রুতি মোতাবেক তার প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীর জন্য ভোট দেন তবে তাকে ‘বিশ্বাসঘাতক ইলেক্টর’ বলে মনে করা হয়। তবে ইলেক্টররা সাধারণত এমনটা করেন না।

ইলেক্টরদের দেওয়া ভোটগণনার দিনক্ষণ

২০১৭ সালের ১৯ ডিসেম্বর ইলেক্টররা যে ভোটগুলো দেবেন তা ৬ জানুয়ারি গণনা করা হবে। এরপর সিনেট প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ফলাফল ঘোষণা করবেন।

ট্রাম্প ও পেন্স
শপথ অনুষ্ঠান

সাধারণত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ও ভাই প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ২০ জানুয়ারি যদি সাপ্তাহিক ছুটির দিন হয় অর্থাৎ রবিবার হয় তবে ২১ জানুয়ারি শপথ গ্রহণ হয়। ওয়াশিংটন ডি.সি-এর ক্যাপিটল ভবনে আয়োজিত হয় অনুষ্ঠান।

প্রথমে ভাইস প্রেসিডেন্ট তার শপথ নেন। ১৮৮৪ সাল থেকে সিনেটর, রিপ্রেজেন্টেটিভ ও ফেডারেল কর্মীরা যে শপথ বাক্য পাঠ করে থাকের সে একই শপথবাক্য এখানে পাঠ করা হয়।

ভাইস প্রেসিডেন্ট তার শপথবাক্যে বলবেন, ‘আমি শপথ নিচ্ছি যে আমি দেশি-বিদেশি সকল শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রের সংবিধানের সুরক্ষা দেব। একইরকম করে আমিও সংবিধানের প্রতি পুরোপুরি আস্থা ও আনুগত্য বজায় রাখব। কোনও ধরনের অনিচ্ছা ও ছল ছাড়াই স্বাচ্ছন্দ্যে আমি এ বাধ্যবাধকতা মেনে নিচ্ছি। যে অফিসে আমি প্রবেশ করতে যাচ্ছি সেখানকার দায়িত্বগুলো ভালোভাবে ও বিশ্বস্তার সাথে পালন করব। ঈশ্বর আমার সহায় হোন।’

এরপর ওইদিন দুপুরে যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা ১-এর ২ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট তার শপথ নেবেন। প্রেসিডেন্ট তার শপথবাক্যে বলবেন, ‘আমি শপথ নিচ্ছি যে, আমি বিশ্বাস বজায় রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় নির্বাহের কাজ করব এবং সাধ্যমত সর্বোচ্চ কাজ করব, যুক্তরাষ্ট্রের সংবিধানের সংরক্ষণ করব, সুরক্ষা দিব ও পালন করব।’

শপথ গ্রহণের পর উদ্বোধনী ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী প্রেসিডেন্ট হোয়াইট হাউজ ছেড়ে দেবেন এবং তার পরিবারসমেত অন্য বাসস্থানে চলে যাবেন। সূত্র: ইউএসএ.গভ, মিরর

/এফইউ/  

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!