X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলো জাকির নায়েকের এনজিও

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ১৩:০০আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:০০
image

জাকির নায়েক ও ইসলামিক রিসার্স ফাউন্ডেশন ভারতের ‘বিতর্কিত’ ইসলামী বক্তা জাকির নায়েকের মালিকানাধীন এনজিও ইসলামিক রিসার্স ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। প্রতিষ্ঠানটিকে ‘বেআইনি’ উল্লেখ করে মঙ্গলবার (১৫ নভেম্বর) ৫ বছরের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বেআইনি কর্মকাণ্ড (সুরক্ষা) আইন (ইউএপিএ)-এর আওতায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার এই নিষেধাজ্ঞায় অনুমোদন দেয়। অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ রয়েছে। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল। এছাড়া ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ রয়েছে। পাটনার গান্ধী ময়দান ও বুদ্ধগয়া বিস্ফোরণে আটক জঙ্গিদের কাছ থেকেও জাকিরের বক্তৃতার সিডি ও বই উদ্ধারের দাবি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমন প্রেক্ষাপটে ভারতে জাকির নায়েক ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার মন্ত্রিসভায় তোলা প্রস্তাবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট’ এবং ‘জোর করে ধর্মান্তরিত করার চেষ্টার’ জন্য এনজিওটি নিষিদ্ধের পক্ষে আইনি ব্যাখ্যা দেওয়া হয়। মন্ত্রিসভার নোটে বলা হয়,  ‘এ ধরনের বিভেদমূলক আদর্শ ভারতের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ সামাজিক চেতনার পরিপন্থি এবং এটাকে ভারতের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টিকারী হিসেবে দেখা যায় এবং সেদিক থেকে এটি বেআইনি কর্মকাণ্ডে জড়িত।’ আইআরএফের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ না নিলে আরও তরুণের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইউএপিএ-এর আওতায় যেগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে বিবেচনা করা হয় তার চেয়ে ‘বেআইনি সংগঠন’ আলাদা। এ আইনের আওতায় বেআইনি সংগঠন বলতে সেইসব সংগঠনকে বোঝানো হয় যা আইপিসি-এর ১৫৩ এ ধারা ও ১৫৩ বি ধারায় যা শাস্তিযোগ্য বলে বিবেচিত হয় সে ধরনের কর্মকাণ্ড করে। সামাজিক ও সাম্প্রদায়িক একতার জন্য যা হুমকি তৈরি করে সেইসব কর্মকাণ্ডকে আইপিসি-এর ১৫৩ এ ধারা ও ১৫৩ বি ধারায় নিষিদ্ধ বিবেচনা করা হয়।

/এফইউ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী