X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই টিপিপি বাতিলের ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ০৯:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০৯:৫৮

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে তার প্রথম অফিস করার কথা রয়েছে। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কী করবেন সোমবার এক ভিডিও বার্তায় তার রূপরেখা তুলে ধরেছেন এ ধনকুবের রাজনীতিক। ওই ভিডিওতেই তিনি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ২০১৫ সালে টিপিপি সই করতে সম্মত হয়। ২০১৬ বছরের ৪ ফেব্রুয়ারি এসব দেশ এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। বিশ্বের শতকরা ৪০ ভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ করে এই ১২টি দেশ। এ চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা রয়েছে।

চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর বিরোধিতাকারীরা বলছেন, এ সংক্রান্ত আলোচনা গোপনে হয়েছে এবং এটি কেবল বড় কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষা করবে। নির্বাচনি প্রচারাভিযানের সময় ট্রাম্প এ চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন।

পেরুর রাজধানী লিমায় রবিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ নেতাদের সম্মেলনে ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও এ বাণিজ্য চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তবে সোমবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে এই বাণিজ্য চুক্তি অর্থহীন হয়ে পড়বে।

হোয়াইট হাউজে নিজের প্রথম দিনে টিপিপি বাতিলসহ অন্তত ছয়টি নির্বাহী সিদ্ধান্ত দেবেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হচ্ছে:

০১. টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার নোটিস।

০২. যুক্তরাষ্ট্রে এনার্জি প্রডাকশনের ওপর নিষেধাজ্ঞা বাতিল।

০৩. ব্যবসা-বাণিজ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ বা প্রবিধান সরিয়ে নেওয়া।

০৪. সাইবার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা তৈরির নির্দেশ।

০৫. ভিসার অপব্যবহার তদন্ত করা যা আমেরিকান কর্মীদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

০৬. সরকার থেকে বেরিয়ে লবিস্ট হওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ।

এ মুহূর্তে নতুন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর নতুন প্রশাসনকে সঙ্গে নিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হবেন তিনি।

/এমপি/

সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র