X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আলেপ্পো নিয়ে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া!

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৭

আলেপ্পো নিয়ে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া! গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার আলেপ্পো শহর নিয়ে সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই রিয়াবকভ জানান, গত কয়েকদিনের সংকট নিয়ে উভয় দেশ পারস্পরিক তথ্য-প্রমাণ বিনিময় করেছে। আমরা সমঝোতার দ্বারপ্রান্তে থাকলেও সিরিয়ার ভবিষ্যত নিয়ে মস্কো এখনও সতর্ক। এ বিষয়ে আগে থেকেই উচ্চ ধারণা পোষণ করা ঠিক হবে না।

এর আগে বুধবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিন থেকে বলা হয়েছিল, আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদের (আসাদবিরোধী বিদ্রোহী গ্রুপ) নিরাপদে বের হওয়ার বিষয়টি মস্কো এবং ওয়াশিংটনের এজেন্ডায় রয়েছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার জার্মানির হামবুর্গ শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আলোচনায় বসার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলেপ্পো নগরীতে তার অনুগত বাহিনীর বিজয়কে দেশটির পাঁচ বছরের গৃহযুদ্ধ অবসানে একটি ‘বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি মনে করেন না, আলেপ্পো থেকে বিদ্রোহীদের তাড়িয়ে দিলেই যুদ্ধের অবসান ঘটবে। সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘এটা সত্যি যে, আলেপ্পো আমাদের জন্য এক বিজয়। কিন্তু বাস্তবতা হলো, এর মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে না। তবে আলেপ্পোর বিজয় গৃহযুদ্ধ অবসানে এক বড় পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা অন্য কোথাও থাকবে। আমরা আলেপ্পোতে যুদ্ধের অবসান ঘটালেও, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে।’

আসাদ বাহিনীর হামলায় কোণঠাসা হয়ে পড়া বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের নগরী থেকে সরে যাওয়ার সুযোগ দিতে ৫ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল। তবে আসাদ ওই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, তার বাহিনী ‘সন্ত্রাসী’দের ওপর হামলা চালিয়ে যাবে। 

আলেপ্পোর বিদ্রোহীরা এরইমধ্যে নগরীর কেন্দ্র থেকে সরে গেছে বলে জানা গেছে। বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর ওল্ড সিটির গোটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এর মধ্য দিয়ে ওল্ড সিটিতে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলোও ছাড়তে বাধ্য হলো বিদ্রোহীরা। চার বছর ধরে এলাকাগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

সিরিয়ান অবজারভেটরি জানায়, মঙ্গলবার রাতভর এলাকাগুলোতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। বিমান হামলা ও মর্টার শেল হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহীরা ওল্ড সিটি থেকে সরে যায়।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত চার লাখ সিরীয় নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে