X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিচারক আটকের মামলা: এক মাসের মধ্যে মোশাররফকে আত্মসমর্পণের নির্দেশ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১১:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১১:৪৯
image

পারভেজ মোশাররফ বিচারক আটকের মামলায় আত্মসমর্পণের জন্য পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। ওই সময়সীমার মধ্যে তিনি আত্মসমপূণ না করলে তাকে স্বীকৃত অপরাধী বলে ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। পারভেজ মোশাররফকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের সামনে হাজির করার জন্য তার আইনজীবীকে নির্দেশ দিয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত মামলার প্রক্রিয়া মুলতবি ঘোষণা করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে।
সেক্রেটারিয়েট পুলিশের পক্ষ থেকে ২০০৯ সালের ১১ আগস্ট মোশাররফের বিরুদ্ধে বিচারক আটকের মামলাটি দায়ের করা হয়। সাবেক এ সেনাশাসক ৫ মাস ধরে ৬০ জন বিচারককে আটকে রেখেছিলেন এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রেখেছিলেন বলে অভিযোগ করা হয়। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পর সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীসহ ওই বিচারকদের আটকে রাখা হয়েছিল।
গত ২২ নভেম্বর বিচারকরা পারভেজ মোশাররফের আইনজীবীর কাছে জানতে চান যে তার মক্কেলকে যখন রাষ্ট্রদ্রোহ মামলায় বিশেষ আদালত আত্মস্বীকৃত অপরাধী ঘোষণা করেছে তখন এ মামলায় কিভাবে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। জবাবে আইনজীবী দাবি করেন, দুই মাস পর পর তার মক্কেলের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা। তাছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতিও তার অনুকূলে নেই। আইনজীবীর দাবি, সংবিধানের ১০-এ অনুচ্ছেদ যা স্বচ্ছ বিচার নিশ্চিত করার কথা বলে তা অনুযায়ী মোশাররফের অনুপস্থিতিতেই তাকে উপস্থাপন করা যাবে। তবে তা নাকচ করে দিয়ে সরকারি প্রসিকিউটর আমির নাদিম তাবিশ বলেছেন, মোশাররফ আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি রেহাই পাবেন না কিংবা তার আইনজীবীও তার প্রতিনিধিত্ব করতে পারবে না।

এরপর আদালতের আদেশে বলা হয়, মোশাররফ আদালতে সশরীরে হাজির না হওয়া পর্যন্ত নিষ্কৃতির আবেদন করতে পারবেন না। আত্মসমর্পণ না করলে তাকে আত্মস্বীকৃত অপরাধী ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়।

/এফইউ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র