X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আন্ডারওয়াটার ড্রোন ইস্যুতে চীনকে ‘চোর’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৯
image

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দ করা নিয়ে চীনকে ‘চোর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘চীন আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোন চুরি করেছে। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করে তারা ড্রোনটি চীনে নিয়ে গেছে।’

ট্রাম্পের টুইট

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইনসম্মতভাবে দক্ষিণ চীন সাগরে পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই মার্কিন আন্ডারওয়াটার ড্রোন। বৃহস্পতিবার চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মেইল দূরে ড্রোনটি জব্দ করে। একটি চীনা যুদ্ধজাহাজ ইউইউভি (আনমেনড আন্ডারওয়াটার ভেহিকেল) শনাক্ত করে।
শুক্রবার মার্কিন কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেওয়ার জন্য চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনটি এক ধরনের ন্যাভাল গ্লাইডার যা পানির তাপমাত্রা ও লবনাক্ততা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল।

এদিকে, মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীন সাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানতে নারাজ চীন। ওই এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করে চীন। এর আগে ওই এলাকায় মার্কিন জাহাজ ও বিমান চলাচলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।  

মার্কিন ড্রোন

শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আন্ডারওয়াটার ড্রোন’ ফেরত দেওয়ার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়াবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘চীন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষকে আন্ডারওয়াটার ড্রোন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

ওই বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ‘এই প্রক্রিয়া চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে এবং প্রকাশ্যে যেসব প্রতারণামূলক বক্তব্য দেওয়া হয়েছে, তা ছিল অনুচিত। এ ধরনের বক্তব্য সমস্যাটির সমাধানের জন্য ঠিক নয়। আমরা এমন মন্তব্যের নিন্দা জানাই।’

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।  

/এসএ/ 

সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস