X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পুতিনকে ‘স্মার্ট’ বলে প্রশংসা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:০০
image

ট্রাম্প-পুতিন বর্তমান মার্কিন প্রশাসন রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কারের পরও তার পাল্টা জবাব না দেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে ‘স্মার্ট’ বলেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে ৭২ ঘণ্টার মধ্যে সপরিবারে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে ‘খেলো’ করার চেষ্টার জন্য যারা দায়ী এসব পদক্ষেপ তাদের জন্যই নেওয়া হয়েছে। তবে মার্কিন প্রশাসনের এসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ।  

ওই বহিষ্কারাদেশের পর মনে করা হচ্ছিল রাশিয়াও মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করবে। কিন্তু শুক্রবার রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে  জানিয়েছেন, ‘আমরা আর কাউকে বহিষ্কার করতে চাই না।’

ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া ভ্লাদিমির পুতিনের বিবৃতিতে আরও বলা হয়, নতুন বছরের ছুটির সময়ে মার্কিন কূটনীতিকরা পরিবার ও ছেলেমেয়ে নিয়ে যেসব জায়গায় ছুটি কাটাচ্ছেন, সেগুলোও তারা বন্ধ করছেন না। তিনি বরং ওই কূটনীতিকদের সপরিবারে ক্রেমলিনে বড়দিনের উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন।

বিবৃতিতে পুতিন জানিয়েছেন, তিনি ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে চান। নতুন মার্কিন প্রশাসনের নীতির ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

পুতিনের ওই বিবৃতির পর ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ‘পাল্টা জবাব দিতে সময় নেওয়াটা (ভ্লাদিমির পুতিনের) এক মহৎ পদক্ষেপ। আমি আগে থেকেই জানতাম, তিনি খুবই স্মার্ট!’

ট্রাম্প বরাবরই ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করে পুতিনকে প্রশংসা করে আসছে। এর আগে নির্বাচনি প্রচারণা চলার সময় তিনি বলেছিলেন, ‘ভ্লাদিমির পুতিন আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো নেতা।’ ধারণা করা হচ্ছে, আগামী মার্কিন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ‘ঠাণ্ডা যুদ্ধ’ পরবর্তী সময়ে সবচেয়ে কাছাকাছি আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।  

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী