X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর শনাক্ত করতে বিবিসির কমিটি গঠন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৩:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৩২

বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভ্রান্তিকর ও ভুয়া খবর শনাক্ত করতে কমিটি গঠন করেছে বিবিসি। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির নিউজ চিফ জেমস হারডিং গত বুধবার কর্মীদের জানিয়েছেন, ‘সম্প্রতি অনলাইনে ভুল তথ্য ছড়ানোর প্রভাবের বিষয়ে রাজনীতিবিদ ও সংবাদ সংস্থার উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাই অনলাইনে মিথ্যা, বিকৃত ও অতিরঞ্জিত খবরের বিষয়ে বিবিসি ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা গল্পগুলো সাময়িকভাবে শনাক্তের কাজ করা হলেও পরবর্তীতে স্থায়ীভাবে করা হবে। এ কাজটি করতে একটি পূর্ণাঙ্গ দল সব সময় কাজ করবে।’

হার্ডিং বলেন, ‘বিবিসি ইন্টারনেটে ছড়ানো মিথ্যা সংবাদ সম্পাদনা করতে পারবে না কিন্তু বিষয়টি ধরিয়ে দিতে পারবে। আমরা প্রাথমিক ভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন সংবাদ বা গল্প পরীক্ষা-নিরীক্ষা করবো। তবে আমরা ইতোমধ্যে ফেসবুকের সঙ্গে কাজ করছি। সেখানে আমরা দেখেছি, অনেক মিথ্যা তথ্য নিউজ আকারে ছড়ানো হয়। আমরা এ বিষয়ে একটি বাস্তবভিত্তিক প্রতিবেদন প্রকাশ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা জনপ্রিয় হওয়ার চেয়ে জনসেবা হিসেবে এ কাজটি করতে চাই। আমাদের লক্ষ্য বিভিন্ন স্টাইল ও ফরম্যাট ব্যবহার করা। যেমন: অনলাইন টিভি ও রেডিও।’

দি গার্ডিয়ানের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের গণভোট এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতো বড় বড় ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে অনেক মিথ্যা সংবাদ ছড়ানো হয়। অধিকাংশ গল্পের লক্ষ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে বিজ্ঞাপনের রাজস্ব আয় করা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই একমাত্র প্লাটফর্ম যেখানে সবচেয়ে বেশি মিথ্যা খবর ছড়ায়। গতবছর ফেসবুক কর্তৃপক্ষ মিথ্যা খবর ছড়ানো বন্ধ করতে ব্যবহারকারীদের অভিযোগ করার অপশন চালু করে।

বিবিসি রিয়ালিটি চেক টিম প্রধানত মিথ্যা ও বিভ্রান্তিমূলক কনটেন্টের ওপর জোর দেবে। যা মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে।     

/এসএনএইচ/টিএন/    

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি