X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শপথ গ্রহণের আগে গির্জায় ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২১:১১

শপথ গ্রহণের আগে গির্জায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এ মুহূর্তে শপথ গ্রহণের আনুষঙ্গিক কাজ সম্পাদনে ব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট। এর অংশ হিসেবে শুক্রবার সকালে হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত সেইন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা। মোটর শোভাযাত্রা নিয়ে সেইন্ট জন্স চার্চে পৌঁছান ট্রাম্প।

ট্রাম্প ছাড়াও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে সেইন্ট জন্স চার্চে উপস্থিত হন। গির্জার আনুষ্ঠানিকতা শেষে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা’র চায়ের দাওয়াতে অংশ নেবেন তারা।

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে শপথ গ্রহণের একদিন আগে বৃহস্পতিবার ট্রাম্প অঙ্গীকার করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন আনবেন, তা গত কয়েক দশকেও আসেনি। ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি প্রচুর পরিশ্রম করব। আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’

মার্কিন জনগণের কর্মসংস্থানের নিশ্চয়তা, শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলে সীমান্ত সুরক্ষিত করার কথাও উল্লেখ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এবার অবস্থার পরিবর্তন ঘটবে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, পরিবর্তন হবেই।’

ট্রাম্পের দাবি, ক্ষমতা গ্রহণের পর যেভাবে যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার পরিকল্পনা ট্রাম্প করেছেন, তা অতীতে ঘটেনি। তিনি বলেন, ‘আমি জানি না, এর আগে এমন কিছু হয়েছে কিনা। তবে এমনটা কদাচিতই হয়ে থাকে। আর লাখ লাখ মানুষ তা দেখতেই এখানে উপস্থিত হচ্ছেন।’

বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে কয়েক হাজার মানুষের সামনে দেওয়া ছয় মিনিটের ওই ভাষণে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা ‘উস্কানিমূলক’ বক্তব্যেরই প্রতিফলন দেখা যায়। ২০১৫ সালের জুনে শুরু হওয়া নির্বাচনি প্রচারণাকে তিনি এই ভাষণেও ‘আন্দোলন’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্বাগত কনসার্টে অংশ নেওয়া শিল্পীদের ধন্যবাদ জানান। তিনি তার পরিবার, উপদেষ্টা কমিটি ও সমর্থকদেরও ধন্যবাদ জানান। সূত্র: ফক্স নিউজ।

/এমপি/

সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি