X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (ভিডিও)

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১২:২২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:২৪
image

স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচের মঞ্চে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচের মঞ্চে।

ট্রাম্প শিবিরের সমর্থক ও সহযোগীরা তিনটি বল ড্যান্স কনসার্টের আয়োজন করেন। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হয় ওয়াল্টার ই. ওয়াশিংটন কনভেনশন সেন্টারে। অপর অনুষ্ঠানটি ছিল সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের উদ্যোগে। যা অনুষ্ঠিত হয় ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে।  

নিজ দল ও মার্কিন সমাজে এক বিভক্ত পরিস্থিতিতে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। ট্রাম্পের মাঝে দিনভর প্রতিবাদ, বিক্ষোভ, আনুষ্ঠানিকতার ধকল একদমই দেখা যায়নি নাচের মঞ্চে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেনও ছিলেন মঞ্চে।

হার্ভি পিয়েরের সঙ্গে মিলে ফার্স্ট লেডি নিজেই নিজের ও ট্রাম্পের পোশাক তৈরি করেন। এই দম্পতি মঞ্চে ‘মাই ওয়ে’ গানের সঙ্গে নাচেন।

এক ফাঁকে ট্রাম্প তার সমর্থকদের জিজ্ঞেসও করে নেন, পুরনো টুইটার একাউন্টটি তার চালিয়ে যাওয়া উচিত হবে কিনা? সমর্থকরা ওই একাউন্টটি চালিয়ে যাওয়ারই অনুরোধ করেন ট্রাম্পকে।

নাচের মঞ্চে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আজ এক মহান দিন। যেসব লোকজন আমাকে তেমন একটা পছন্দ করেন না, তারাও বলছেন, আজ আমরা খুবই ভালো কাজ করেছি।’

বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তারা ঘৃণা প্রকাশ করছে। আমি তাদেরও সম্মান করি। আজকের জমায়েতটি ছিল অবিশ্বাস্য।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন ওয়াশিংটনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, সহিংসতা দমনে তারা পিপার স্প্রে ও অন্যান্য উপাদান ব্যবহার করেছে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্যমতে, অন্তত ২১৭ জনকে সহিংস বিক্ষোভের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও:

সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল। 

/এসএ/

সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!