X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিনেট কমিটির অনুমোদন পেলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১২:১৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:৫৪

রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনীত রেক্স টিলারসনকে অনুমোদন দিয়েছে দেশটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি। ট্রাম্প প্রশাসনের জন্য দ্রুত এ অনুমোদন জরুরি ছিল। সোমবার এ সংক্রান্ত সিনেট কমিটিতে টিলারসনের নিয়োগের পক্ষে ভোট দেন ১১ জন রিপাবলিকান সদস্য। বিপক্ষে ভোট দেন ডেমোক্র্যাটিক পার্টির ১০ জন সদস্য। সিনেট কমিটির অনুমোদনের পর এর এখন রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সিনেটে তার নিয়োগের ব্যাপারে ভোটাভুটি হবে।

চলতি মাসে নয় ঘণ্টার এক সিনেট শুনানিতে টিলারসন জানান, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, বাণিজ্য চুক্তি, জলবায়ু পরিবর্তন বা মেক্সিকোর সঙ্গে সম্পর্কের মতো কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেন।

এক্সন মোবিলের সদ্য-সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, তিনি এখনই রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নন। মার্কিন নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার গোয়েন্দা প্রতিবেদনও তিনি মেনে নিয়েছেন বলে সিনেটকে জানান।

টিলারসন সিনেটকে বলেন, কিছু বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার মতভিন্নতা রয়েছে। তিনি বলেন, মন্ত্রিপরিষদের সব সদস্যেরই আলোচনায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। আর এর ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। তিনি নিজেকে ‘উদার ও স্বচ্ছ’ বলে উল্লেখ করেন।

মার্কিন শীর্ষ তেল কোম্পানি এক্সন মোবিলের সাবেক প্রধান নির্বাহী রেক্স টিলারসন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু। এ কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল।

৬৪ বছর বয়সী টিলারসন ৪১ বছর ধরে এক্সন মোবিলে কাজ করছেন। এই সময়ের মধ্যে তিনি রুশ রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি রোসনেফটের সঙ্গেও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন। ২০১১ সালে রাশিয়ার ওপর মার্কিন আর্থিক নিষেধাজ্ঞায় রোসনেফটের সঙ্গে এক্সনের যৌথ কাজের সমাপ্তি ঘটে। তখন রোসনেফটের সঙ্গে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের চুক্তি ছিল এক্সনের। আর এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন টিলারসন। ২০১৩ সালে রুশ কর্তৃপক্ষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে টিলারসনকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পুরস্কার প্রদান করে।

২০১৪ সালে রুশ ফেডারেশনে ইউক্রেনের ক্রিমিয়া অন্তর্ভুক্তির ফলে আবারও মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় রাশিয়া। তখনও এই সিদ্ধান্তকে ‘ক্ষতিকর’ উল্লেখ করে এর সমালোচনা করেন টিলারসন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ