X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কানাডার মসজিদে হামলায় এক ফরাসি-কানাডীয় শিক্ষার্থী অভিযুক্ত

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১২:৫৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১২:৫৩
image

বিসোনেত্তে কানাডার কুইবেকে মসজিদে হামলা চালিয়ে ছয় মুসলিমকে হত্যার ঘটনায় এক ফরাসি বংশোদ্ভূত কানাডীয় শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়জনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা এবং পাঁচজনকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করে কানাডার পুলিশ।

উল্লেখ্য, কানাডার স্থানীয় সময় রবিবার (২৯ জানুয়ারি) বিকালে তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে গিয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে। সে সময় প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন ১৯ জন। একজন প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা যখন মসজিদটিতে হামলা চালায় তখন সেখানে ৪০ জনের মতো মুসল্লি ছিলেন।

হামলার পর আলেক্সান্দ্রে বিসোনেত্তে নামের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। নিজ গাড়িতে করে কুইবেক সিটি থেকে ইলে ডি অরল্যান্স যাওয়ার পথে পুলিশকে ফোন করে বিসোনেত্তে জানান কর্তৃপক্ষকে তিনি সহায়তা করতে চান। পরে পুলিশ এসে তাকে আটক করে। 

স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিসোনেত্তে লাভাল ইউনিভার্সিটিতে রাষ্ট্র বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। কুইবেকের ওই মসজিদ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির দূরত্ব তিন কিলোমিটার।

সোমবার কুইবেক সিটি কোর্টে ২৭ বছর বয়সী এই শিক্ষার্থীকে হাজির করা হয়। সেসময় তার গায়ে সাদা রংয়ের কয়েদি পোশাক ছিল এবং তার হাত ও পায়ে বেড়ি পরানো ছিল।এছাড়া হামলার পর মোহাম্মদ খাদির নামে এক মরোক্কান বংশোদ্ভূত এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এখন প্রত্যক্ষদর্শী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এই হামলায় শোক জানাতে কানাডার বিভিন্ন স্থানে সমাবেশ করেছে সাধারণ মানুষ।

হামলার পর দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা ধর্মীয় উপাসনালয়ে মুসলমানদের ওপর এমন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ মুসলমানরা কানাডার জাতি গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উল্লেখ করে ট্রুডো বলেন, ‘আমাদের দেশ, আমাদের শহর আর আমাদের সম্প্রদায়ে নির্বোধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনও স্থান 

এর আগে ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিম দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞার জারির কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মসজিদ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। মসজিদ কমিটির প্রেসিডেন্ট শাহিদ হাশমি বলেন, 'এখানে দাঁড়িয়ে মসজিদটি ধ্বংস হতে দেখা খুব কষ্টের। এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।'

ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পশ্চিমা বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা করেন। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাতিল না হওয়া পর্যন্ত ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে মন্তব্য করেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা শরণার্থীদের কানাডায় আশ্রয় দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরইমধ্যে রবিবার বন্দুকধারীদের হামলার শিকার হলো কুইবেক সিটির ওই মসজিদটি।

/এফইউ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জয়ে মোদি এবং বিজেপির অভ্যন্তরীণ পরিকল্পনা
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র