X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

লাদেনের সহযোগীসহ ১১ আল কায়েদা নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭
image

পেন্টাগনের দাবি, দুটি বিমান হামলা চালানো হয়েছে সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগীসহ সংগঠনটির ১১ সদস্যকে হত্যা করার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, চলতি মাসে সিরিয়ায় ইদলিবের কাছে যুক্তরাষ্ট্রের চালানো দুটি বিমান হামলায় তারা নিহত হয়।
মার্কিন বাহিনীর মুখপাত্র জেফ ডেভিস বলেন, গত ৩ ফেব্রুয়ারি কেবল একটি বিমান হামলাতেই ১০ জন নিহত হয়। আর দ্বিতয়ি হামলাটি চালানো হয় ৪ ফেব্রুয়ারি। ওই হামলায় সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সহযোগী আবু হানি আল-মাসরি নিহত হন।
১৯৮০ ও ৯০ এর দশকে আফগানিস্তানে আল মাসরি আল কায়েদার প্রশিক্ষণ ক্যাম্পগুলো স্থাপন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে মনে করা হয়ে থাকে। আল কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার।
সংশ্লিষ্ট জিহাদি সংগঠন জাভাত ফাতেহ আল শামের মাধ্যমে সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করে থাকে আল কায়েদা। একসময় আল নুসরা নামে পরিচিত ছিল জাভাত ফতেহ আল শাম। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সংগঠনটি ঘোষণা দেয় যে তারা আর কোনও বাইরের সংগঠনের সঙ্গে যুক্ত নেই। আর এরপর গুঞ্জন শোনা যায় যে সংগঠনটি আল কায়েদার সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। অবশ্য, জাভাত ফতেহ আল শামের নেতৃত্বজনিত কাঠাসো এখনও আল কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার অনুমোদনকৃত প্রথম অভিযানটি ইয়েমেনে চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ওই অভিযানও আল কায়েদার বিরুদ্ধে ছিল। অভিযানে শিশুসহ ১৬ জন বেসামরিক নিহত হয়। ওই অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের নেভি সিলের এক কর্মকর্তাও নিহত হন। তবে এতো বেসামরিক নিহত হওয়ার পরও এ অভিযানকে সফল বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই অভিযানের পক্ষে সাফাই গেয়ে প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন,‘যখন প্রাণহানি হয় কিংবা লোকজন আহত হয় তখন কোনও কিছুকে পুরোপুরিভাবে সফল বলাটা কঠিন। কিন্তু আমি মনে করি,যখন আপনারা সব কিছু মিলিয়ে চিন্তা করবেন,দেখবেন ভবিষ্যত প্রাণহানি ঠেকাতে আমাদেরকে এ মূল্য দিতে হয়েছে....তখন সামগ্রিক অর্থে এটি একটি সফল অভিযান।’

/এফইউ/

সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?