X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১
image

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে যে পরিমাণ অর্থ খরচ হবে বলে ধারণা করা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেকে কম খরচ হবে। তিনি দেয়াল নির্মাণের খরচ কমিয়ে আনবেন বলে জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যায়, পুরো মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সম্ভাব্য ব্যয় ২ হাজার ৬০ কোটি ডলার। এর আগে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ওই দেয়াল নির্মাণে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ হবে।  

শনিবার দু’টি টুইটার বার্তায় ট্রাম্প দেয়াল নির্মাণে খরচ কমানোর দাবি করেন।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি, ওই বিশাল দেয়াল নির্মাণে সরকার প্রাথমিকভাবে যে পরিমাণ অর্থ ব্যয় হবে বলে ধারণা করেছিল, তার চেয়ে বেশি খরচ হচ্ছে। তবে আমি এখনও দেয়ালের নকশা বা এ বিষয়ক আলোচনায় যুক্ত হইনি।’  

পরের টুইটে তিনি লিখেন, ‘যখন আমি এতে যুক্ত হবো, তখন এফ-৩৫ যুদ্ধবিমান বা এয়ার ফোর্স ওয়ান প্রোগ্রামের মতোই এর খরচও কমে আসবে।’

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করা ট্রাম্প জানুয়ারির শেষের দিকে জানিয়েছিলেন, তার প্রশাসন সমরাস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন থেকে ৯০টি এফ-৩৫ ক্রয়ে ৬০ কোটি ডলার বাঁচিয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এটি লকহিডের ব্যবসার অংশ। তারা এই অর্থ ছাড়ের মাধ্যমে অন্যদেশের সঙ্গে সহজে অস্ত্র ব্যবসা বাড়াতে পারবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণার অংশ ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পুরো মেক্সিকো সীমান্ত জুড়ে দেয়াল নির্মাণের। এমনকি তিনি ওই দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোকেই দিতে হবে বলে দাবি জানিয়েছিলেন।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী