X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২৬

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের ব্রিটিশ বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মাননা দিয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। ১৮ ফেব্রুয়ারি শনিবার সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কারিকুলাম ২০১৬-এর অধীনে জিসিএসই পরীক্ষায় ন্যূনতম ১০টি বিষয়ে ‘এ'/‘এ*' এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম ৩টি বিষয়ে ‘এ'/‘এ*' প্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দীর্ঘ এক দশক ধরে এ সম্মানননা দিয়ে আসছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। বাংলা ভাষা এবং তার ঐতিহ্য যুক্তরাজ্যে বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত করতে বাংলায় যেসব শিক্ষার্থী ভালো করেছেন, তাদেরও এবার প্রথমবারের মত সম্মাননা দেওয়া হয়। এছাড়া বাংলা ভাষায় বিশেষ অবদান এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি; আমি কি ভুলিতে পারি”-এর জন্য বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরী-কে দেওয়া হয় আজীবন সম্মাননা।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন তার বক্তব্যে বলেন, প্রতি বছরের মতো এবারও ব্রিটিশ বাংলাদেশি ছাত্র/ছাত্রীদের অসাধারণ কৃতিত্ব ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সম্মাননাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের আগামী দিনের সম্ভাব্য নেতৃত্ব অভিহিত করে তিনি বলেন, আজকের এই সম্মাননা স্মারক ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে সহায়ক হবে। এটা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে।

হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন সম্মাননাপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আগামী দিনে ব্রিটিশ-বাংলাদেশ বন্ধনের দূত হিসেবে বর্ণনা করেন। তিনি তাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণের আহবান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুক্তরাজ্যের মিনিস্টার ফর অ্যাভিয়েশন লর্ড আহমেদ অব উইম্বলডন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি এমপি, স্টিফেন টিমস এমপি, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখ, ব্যারোনেস ভার্মা, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মিজ জিন ল্যামবাট্ এমইপিসহ সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবি ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, প্রবাসী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং যুক্তরাজ্যের মূলধারার ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি শিশু-কিশোররা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ২৮ পৃষ্টার একটি স্মরণিকা প্রকাশ করে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী