X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন ম্যাকমাস্টার

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৯
image

ট্রাম্পের সঙ্গে ম্যাকমাস্টার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এইচ. আর. ম্যাকমাস্টার। গত সপ্তাহে পদত্যাগে বাধ্য হওয়া মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হবেন এই সেনা কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার যে চারজনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন, তাদের মধ্যে ম্যাকমাস্টারও ছিলেন। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে ম্যাকমাস্টারকে ‘প্রেরণাদায়ক সেনা কর্মকর্তা’ এবং ‘সেনাবাহিনীর অন্যতম প্রধান তাত্ত্বিক’ বলে উল্লেখ করা হয়।

ফ্লোরিডার মার-আ-লাগোতে পাম বিচ ক্লাবে ম্যাকমাস্টারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি ম্যাকমাস্টারকে ‘অগাধ জ্ঞানী এবং ভীষণ অভিজ্ঞ’ বলে উল্লেখ করেছেন।

৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল।

ম্যাকমাস্টার ভিয়েতনাম যুদ্ধ ও সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে ‘ডিরিলেকশন অব ডিউটি’ শীর্ষক একটি বই লিখেছেন। যা সেনাবাহিনী ও রাজনীতিতে তার প্রভাব বৃদ্ধি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

১৯৯১ সালে প্রথম ইরাক যুদ্ধে একটি ছোট সৈন্যদল নিয়ে ইরাকি রিপাবলিকান গার্ডের বিশাল বাহিনীর মোকাবিলা করার পর তাকে সম্মাননাসূচক সিলভার স্টার পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগের জন্য প্রেসিডেন্টের অনুমতিই যথেষ্ট। এজন্য সিনেটের অনুমতির প্রয়োজন পড়ে না।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিবিধ কাজ রয়েছে। তিনি বিভিন্ন বিভাগ ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের জের ধরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন কিথ কেলোগ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ম্যাকমাস্টারের নিয়োগ নিশ্চিত করা ছাড়াও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে কিথ কেলোগের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।

সূত্র: সিএনবিসি।

/এসএ/

সম্পর্কিত
বড় ধরনের রুশ হামলার পর যুক্তরাষ্ট্রের ‘নীরবতায়’ ক্ষুব্ধ জেলেনস্কি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
হার্ভার্ডে মনোনীত হয়েও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাইওয়ানি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
চিকিৎসক-নার্স সংকট, অচল আইসিইউ, ব্যাহত চিকিৎসাসেবা
চিকিৎসক-নার্স সংকট, অচল আইসিইউ, ব্যাহত চিকিৎসাসেবা
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়