X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন!

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬
image

ট্রাম্প-উন উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাবেক মার্কিন কর্মকর্তাদের আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাঁচ বছরেরও বেশি সময় পর দু’পক্ষের মধ্যে এমন আলোচনা হতে যাচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

রবিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর এজন্যই তিনি এই আলোচনায় সম্মতি দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পদক্ষেপটি এক প্রারম্ভিক আলোচনা। এখানে সাবেক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন উত্তর কোরিয়ার বর্তমান কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্র দফতর উত্তর কোরীয় কর্মকর্তাদের এখনও ভিসা দেয়নি। দফতরটির এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাবেক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রয়েছে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের।

তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, সরকারের উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন, ‘অবশ্যই উত্তর কোরিয়া এক বিশাল সমস্যা, আর আমরা শক্ত হাতেই তার মোকাবিলা করব।’

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস