X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপন নিয়ে চীনের ক্ষোভ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১
image

থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে থাড প্রতিরোধ ব্যবস্থা উদ্বোধন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ জানিয়েছে চীন।

সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে একথা জানিয়েছেন, দেশটির নিরাপত্তায় কর্মকর্তারা। এর ফলে দক্ষিণ কোরিয়া স্বল্প, মধ্য ও দূরপাল্লার যে কোনও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

গত বছর থাড ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমারেট লোটে-র সঙ্গে দ. কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয় বলে জানা যায়।

এই খবর প্রকাশের পর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিবাদিত ভূমি নিয়ে চীন আলোচনা বয়কট করার হুমকিও জানিয়েছেন।

গত বুধবারে দেশটি এ ধরণের একটি চুক্তি করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দ. কোরিয়া সরকার এ বছরের শেষের দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে জানিয়েছেন, থাড স্থাপন করা হলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটবে। সেক্ষেত্রে চীন গাড়ি ও ইলেকট্রনিকসের মতো দক্ষিণ কোরীয় পণ্য চীনে আমদানি নিয়ন্ত্রণ ও প্রয়োজনে নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দাবি করেছে, চীনা জনগণ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ওইসব বিলাসবহুল পণ্য ব্যবহার থেকে বিরত থাকতে প্রস্তুত।

এরআগে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস প্যাট্রিস দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে জানান, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে ট্রাম্প প্রশাসন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।

তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দাবি, থাড কেবল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির জন্যই গড়ে তোলা হয়েছে। অন্য কোনও দেশকে তার লক্ষ্য করা হয়নি।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই