X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা

ফেডারেল আদালতের রায়ের বিপক্ষে আপিল করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ০২:০০আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৭:০৬
image

ফেডারেল আদালতের রায়ের বিপক্ষে আপিল করবেন ট্রাম্প

৬ ‍মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল আদালত। বৃহস্পতিবার নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় বুধবার রাতে জেলা জজ ডেরিক ওয়াটসন এক আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন।

তবে এর বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, বারবার নির্বাহী আদেশ স্থগিত করার কারণে যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে হচ্ছে।

আদালতের রায়ে বলা হয়,একটি বিশেষ ধর্মকে হেয় করার উদ্দেশ্যে এই নির্বাহী আদেশ জারি করা হয়েছে। অবশ্য প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এই নিষেধাজ্ঞা জরুরি।

তিনি বলেন, এই আদেশ জারির জন্য যা করা দরকার তিনি করবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও আপিল করবেন তিনি। যুক্তরাষ্ট্রের নাইন্থ সার্কিটে তিনি আপিল করতে হবে ট্রাম্পের। এর আগে প্রথম জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার রায় বহাল রেখেছে নাইন্থ সার্কিটের তিন বিচারক।

তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টই ট্রাম্পের লক্ষ্য। যদি হাওয়ারি কোর্টের রায় নাইন্থ সার্কিট বহাল রাখে তবে সুপ্রিম কোটে আপিল করতেই হবে ট্রাম্প প্রশাসনকে। তবে সেক্ষেত্রে বিচারক প্যানেলের চারজনই থাকবেন লিবারেল। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে লিবারেল ও কনসার্ভেটিভদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে।

আগে নিষেধাজ্ঞায় আন্দোলন ও সমালোচনা হওয়ার পর ৬ মার্চ নতুন করে সংশোধিত নিষেধাজ্ঞা জারি করা হয়। জানুয়ারিতে ট্রাম্প আরোপিত মূল নিষেধাজ্ঞাটি আইনি চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর সম্প্রতি দ্বিতীয় দফায় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগের নিষেধাজ্ঞা সংশোধন করে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও আদতে তা আগের নিষেধাজ্ঞার মতো করেই মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে। নতুন আদেশটি জারি হওয়ার পর পরই তার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেয় হাওয়াই অঙ্গরাজ্য। ১৫ মার্চ মামলার শুনানি হওয়ার কথা। আর এর মধ্যেই হাওয়াইয়ের মতো করেই নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আরও কয়েকটি অঙ্গরাজ্য।

ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি ২০১৭ তারিখে এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

সূত্র : রয়টার্স

/এমএইচ

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?