X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে অ্যাঙ্গেলা মেরকেল

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ২৩:৪০আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১০:৫২

অ্যাঙ্গেলা মেরকেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে হোয়াইট হাউসে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় প্রাধান্য পাবে ন্যাটো, বাণিজ্য এবং ইউক্রেন ইস্যু। প্রভাবশালী এ দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় তাদের নেতৃত্বশৈলীর প্রতিও নজর থাকবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।

উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে এবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন জার্মান চ্যান্সেলর। ওই প্রতিনিধি দলে রয়েছেন সিমেন্স, স্কায়েফার এবং বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ’র মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা।

এর আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে মঙ্গলবার দুই নেতার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়। হোয়াইট হাউস থেকে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে বৈঠক পিছিয়ে ১৭ মার্চ করা হয়েছে। শুক্রবারের বৈঠকের আগে মেরকেল জার্মান সংবাদমাধ্যমকে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

জার্মান চ্যান্সেলর বলেন, ‘আগের যে কোনও আলোচনার চেয়ে এটি ভালো হবে বলে আশা করছি।’

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প বাণিজ্য উদ্বৃত্ত থাকা জার্মানির মতো দেশগুলোর ওপর চড়া আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

অ্যাঙ্গেলা মেরকেল এবং ডোনাল্ড ট্রাম্প

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প বলেন, জার্মান চ্যান্সেলর তার দেশে হাজার হাজার শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের অনুমতি দিয়ে বড় ধরনের ভুল করেছেন।

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে মেরকেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেই নিজেদের দায়িত্ব নিয়েছে। ইউরোপীয়দের ভাগ্য আমাদের নিজের হাতেই রয়েছে। ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞারও সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর।

শুক্রবার হোয়াইট হাউসে মেরকেল-এর প্রবেশের আগে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ও চ্যান্সেলর যে কোনও পরিস্থিতি মোকাবিলায় পরস্পরের পাশে রয়েছেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাঙ্গেলা মেরকেল-এর অভিজ্ঞতা থেকে শেখার আশা করছেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার ব্যাপারে মার্কেলের পদক্ষেপ কি হবে এবং ইউক্রেন সঙ্কট সমাধানে জার্মানির ভূমিকা জানতেও আগ্রহী ট্রাম্প।

জার্মানি ত্যাগের আগে মেরকেল জানান, তিনি শুধু জার্মানির নেতা হিসেবেই যুক্তরাষ্ট্র সফর করছেন না বরং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবেও যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি আমার দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়েই তার সঙ্গে কথা বলবে।’ সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
আদালতে মিল্টন সমাদ্দার
আদালতে মিল্টন সমাদ্দার
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল