X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তালেবান ঘাঁটি থেকে ‘আফগান তারকা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ০৩:৪২আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০৪:২১

মঞ্চে গান গাইছেন জুলালা হাশেমী আফগানিস্তানে জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘আফগান স্টার’র চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন আঠারো বছর বয়সী নারী জুলালা হাশেমি। ঘোলা চোখের জুলালা হাশেমী মূলত নারীদের জন্য গাইতে চান। দেশটির ‘টোলো’ টিভিতে এ জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গান গাইবেন তিনি।

জানা গেছে, জুলালা হাশেমি আফগানিস্তানের পূর্ব জালালাবাদের বাসিন্দা। এলাকাটি আগে তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। যেখানে সব ধরনের গান-বাজনা, নাচ, সিনেমা নিষিদ্ধ ছিল।

‘টোলো’র স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে জুলালা হাশেমির প্রশংসা করে বিচারক ও নারী অধিকার কর্মী অরণ্য সাইদ বলেন, ‘আমি জুলালা হাশেমির প্রতি আমার সমর্থন লুকিয়ে রাখবো না। কারণ এদেশে নারীরা খুবই কম সুযোগ পেয়েছে। এই প্রথম এ দেশের মানুষ কোনও নারীর জন্য ভোট দিয়েছে। যে নারী ইসলামিক স্টেটের প্রভাব থাকা খুবই রক্ষণশীল একটি প্রদেশ থেকে উঠে এসেছেন।’

আমেরিকান আইডলের আদলে ফগানিস্তানের ‘টোলো’টিভি একটি গানের প্রতিযোগিতা শুরু করে। যা রক্ষণশীল দেশটি খুবই জনপ্রিয়তা পায়। মূলত দেশটিতে তালেবানদের পতনের পর থেকে এ অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠতে থাকে। ২০০৫ সালে গান ও নাচ প্রতিযোগীতায় মেয়েদের অংশগ্রহণের সিদ্ধান্তের পর থেকে দেশটির মোল্লারা এর বিরোধীতা করে আসছে।

এ প্রতিযোগিতার উপস্থাপক ও সাবেক প্রতিযোগী অমিদ নেজামি বলেন, ‘এর আগে ২০০৮ সালে ‘আফগান স্টার’ প্রতিযোগিতায় একজন নারী তৃতীয় স্থান অধিকার করে। এরপর থেকে কোনও নারী সপ্তম বা অষ্টম স্থানের ওপরে উঠতে পারেনি।’

দেশের মানুষের সমর্থন ছাড়াও হাশেমি তার মা মেরেম হাশেমির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে মেয়ের প্রতিটি প্রতিযোগিতার পোশাক তিনি নিজ হাতে নকশা করে, হাতে বুনে দিয়েছেন।

জুলালা হাশেমি বলেন, ‘যদি এ প্রতিযোগিতায় আমি চূড়ান্তভাবে বিজয়ী নাও হই, তবুও আমি একজন গায়ক।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই সাধারণ পোশাক পরি কিন্তু আমার গান অরণ্য’র পথ অনুসরণ করে। আমি আফগান নারীদের একটি কথা বলতে চাই, তাদের দাবির বিষয়ে অবশ্যই সোচ্চার হতে হবে এবং মেধাকে বিকশিত করতে হবে।’

টোলো টিভির প্রধান মাসুদ সানজের বলেন, ‘ জালালাবাদের মতো রক্ষণশীল এলাকার এক যুবতী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছেছে। এটা একটি ক্ষুদ্র উত্থান ছাড়া আর কিছুই না।’

নিরাপত্তাহীনতা বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশটির ঠিক এটাই প্রয়োজন।’

নিরাপত্তার কারণে টোলোর টিভির বাইরে রেকডিং বন্ধ রয়েছে। এমনকি অফিসের প্রবেশ পথে স্টিলের দরজা লাগানো হয়েছে। আর বাইরে সশস্ত্র নিরাপত্তা প্রহরী রাখা হয়েছে এবং গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলি বিনিময় রোধ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে