X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে বোমাতঙ্ক, এক সন্দেহভাজন দুর্বৃত্ত আটক

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১২:৫৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:২৯
image

হোয়াইট হাউস নিরাপত্তা বেষ্টনী টপকে হোয়াইট হাউস প্রাঙ্গণে এক তরুণের অনুপ্রবেশের ঘটনার রেশ না কাটতেই এবার গাড়ি চালিয়ে এক ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করেছেন। কেবল তাই নয়, সেখানে বোমাতঙ্কও ছড়িয়েছেন তিনি। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। হোয়াইট হাউসের চারপাশজুড়ে নেওয়া হয় বাড়তি সতর্কতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শনিবার (১৮ মার্চ) হঠাৎ করে রাত ১১ টার কিছু পরে এক ব্যক্তি গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের চেক পয়েন্টে পৌঁছে যান। গাড়িতে বিস্ফোরক ডিভাইস রয়েছে বলেও দাবি করেন তিনি। পরে কালো রংয়ের গাড়িটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। ফ্লোরিডা হাউসে তিনি সপ্তাহান্ত কাটাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গাড়িতে আসলে বিস্ফোরক ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, তবে এরপর হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শনিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে হোয়াইট হাউস চেক পয়েন্ট থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। এজেন্টরা তার গাড়িকে সন্দেহমূলক ঘোষণা করে।’

তবে ওই ব্যক্তি বিস্ফোরক ডিভাইস থাকার দাবি করেছিলেন কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানায়, ওই এলাকায় বেশ কয়েকটি জরুরি যান উপস্থিত হয় এবং একটি রোবট কালো রংয়ের গাড়ির বুট পরীক্ষা করে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে এটি হোয়াইট হাউসে তৃতীয় অনুপ্রবেশের চেষ্টা। গত ১১ মার্চ এক ব্যক্তি হোয়াইট হাউসের তিনটি নিরাপত্তা বেষ্টনী টপকে মূল ভবনের কাছে পৌঁছে যান। সেখানে ১৬ মিনিট অবস্থান করার পর আটক হন ওই তরুণ। সেসময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন।

শনিবার সকালের দিকে আরেক অনুপ্রবেশকারী হোয়াইট হাউসের বাফার জোনে থাকা একটি সাইকেল র‍্যাকের ওপর দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জানা যায়, তার হাতে কাগজপত্র ছিল যা তিনি হোয়াইট হাউসে পৌঁছে দিতে চেয়েছেন। তার কাছে কোনও অস্ত্র ছিল না। আর সর্বশেষ শনিবার রাতে গাড়ি নিয়ে আরেক ব্যক্তি বোমাতঙ্ক তৈরি করলো।

/এফইউ/

সম্পর্কিত
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি