কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যবহৃত একটি গাড়ি ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ মে) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের মন্তলী ঝিকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ মে) ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী জিয়াউল হক (৩৭)। তিনি ওই এলাকার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি মো. জিয়াউল হক একই গ্রামের হাজি সিরাজুল হকের ছেলে।
দুর্ঘটনার খবর শুনে রাতেই নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান, ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার বিষয়ে আহত জিয়াউল হক বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে মন্তলী ঈদগাহ মার্কেট থেকে বাড়ির দিকে রওনা দিই। পথে ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চবিদ্যালয়ের পশ্চিম মোড়ে পৌঁছালে একটি বেপরোয়া গতির সাদা মাইক্রোবাস জিয়াউল হকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আমি লাফিয়ে রাস্তার অপর পাশে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। আর জিয়াউলসহ মোটরসাইকেল কয়েক হাত দূরে ছিটকে পড়ে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউল হককে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’
নিহত জিয়াউল হকের বড় ভাই বেলাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে কুমিল্লা নেওয়ার পথে অবস্থা গুরুতর হওয়ায় লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রাতেই ঘটনাস্থলে গিয়েছি। আমাদের কাছে মাদক চোরাকারবারিদের একটা গোপন তথ্য ছিল। সেই অভিযানেই যাচ্ছিল ডিবি সদস্যরা। কিন্তু পথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এটি খুবই দুঃখজনক। দুর্ঘটনায় ডিবির গাড়িটিও উল্টে যায়। এতে আমাদের সদস্যরাও আহত হন।’
ইউএনও সুরাইয়া আক্তার লাকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের পরিবারে ছোট ছোট বাচ্চা আছে। আমরা খবর নিয়েছি। সহযোগিতার জন্য কাজ করছি। এ ছাড়াও তার ভাই একটি মামলা করেছেন। এই বিষয়েও আমাদের সহযোগিতা প্রয়োজন হলে করা হবে।’