X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
সিরিয়ায় রাসায়নিক হামলা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোপের মুখে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ০০:০০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১০:০০

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোপের মুখে রাশিয়া সিরিয়ার ইদলিব প্রদেশে রাসায়নিক হামলায় প্রাণহানির ঘটনায় বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তোপের মুখে পড়েছে রাশিয়া। ওই হামলায় সিরিয়ার বিদ্রোহীদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, বিদ্রোহীরা ওই রাসায়নিক গ্যাস মজুত করে রেখেছিল। সিরীয় বিমান হামলায় সেই গুদাম আক্রান্ত হলে বিস্ফোরণ ঘটে। তবে রাশিয়ার এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো। তারা আসাদ'কে থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনায় রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, ‘রাশিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে আসাদকে রক্ষা করেছে। সিরিয়ায় যদি রাশিয়ার প্রভাব থাকে; তাহলে আমরা চাই তারা এটা ব্যবহার করুক। আমরা এসব ভয়ঙ্কর কর্মকাণ্ডের শেষ দেখতে চাই।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সব তথ্যপ্রমাণ’ এটাই বলছে যে এ হামলার নেপথ্যে রয়েছেন রাশিয়ার মিত্র বাশার আল আসাদ। তিনি বারবার নিজ দেশের জনগণের ওপর অবৈধ অস্ত্র ব্যবহার করছেন। যে ভয়ঙ্কর রাসায়নিক হামলার ঘটনা ঘটেছে সেটা উপেক্ষা করা আমাদের জন্য অসম্ভব।

বরিস জনসন-এর সঙ্গে সুর মিলিয়ে প্রায় একই ভাষায় কথা বলেছেন অন্তত একজন বিদ্রোহী কমান্ডার এবং একজন সমরাস্ত্র বিশেষজ্ঞ। তারা বলছেন, রাশিয়ার মিত্র সিরিয়া সরকারই এ হামলা চালিয়েছে। এর প্রমাণ রয়েছে।

এ হামলা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সিরিয়া ইস্যুতে চলমান সম্মেলনকে ম্লান করে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সহায়তা প্রদানে করণীয় নিয়ে আলোচনা করতে ৭০টি দাতা দেশ ওই সম্মেলনে অংশ নিয়েছে।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়েন বলেন, বুধবার দিনশেষে এ সংক্রান্ত নতুন অঙ্গীকারের বিশদ বিবরণ প্রকাশ করা হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোপের মুখে রাশিয়া

ভয়াবহ ওই রাসায়নিক গ্যাস হামলার পর ইদলিব প্রদেশের হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আহতদের বাঁচাতে প্রাণপন লড়ে যাচ্ছেন সিরীয় ডাক্তাররা।

একজন স্থানীয় স্বাস্থ্যকর্মী আল জাজিরা’কে জানিয়েছেন, বিষাক্ত রাসায়নিক গ্যাসের হামলার পর বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের হাসপাতালগুলোতে জায়গা কুলোচ্ছে না আহত মানুষদের।

মঙ্গলবার সকালের ওই হামলার পর বুধবার ইদলিবের মুখ্য স্বাস্থ্য পরিচালক মুনজির খলিল বলেন, ‘ক্রমাগত হাসপাতালে আহতদের সংখ্যা বাড়ছে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।’ মুনজির খলিল জানান, ‘আমরা এখনও পর্যন্ত ৭৪ জন নিহত মানুষের ব্যাপারে জানতে পেরেছি। কিন্তু হাসপাতালগুলোর তথ্যে ১০৭ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নিখোঁজরাও নিহত হয়েছেন বলে আমরা ধারণা করছি।’ 

সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে, হামলায় অন্তত ১১টি শিশু শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাসায়নিক হামলার তদন্তে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে, স্থিতিশীল সিরিয়ায় আসাদের কোনও স্থান নেই। আমি সব তৃতীয় পক্ষকে আসাদের কাছ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা এই অশান্তি আজীবন চলতে দিতে পারি না।’

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ রাইক্রফট জানিয়েছেন, ‘এই ঘটনাটি সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভীষণ খারাপ সংবাদ।’ তিনি আরও বলেন, ‘এর আগে যারা ভেটো দিয়ে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে দেননি, এখন আশা করি তারা সেই অবস্থান থেকে সরে আসবেন।’

এর আগে এ ঘটনাকে ‘জঘণ্য’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বের সভ্য মানুষের সমাজে তা গ্রহণযোগ্য হতে পারে না।’ তবে ওই বিবৃতিতে তিনি ওই হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর দায় চাপিয়ে বলেছেন, পূর্ববর্তী প্রশাসনের দুর্বলতা ও সমাধানহীনতারই প্রতিফলন হলো এই হামলা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোপের মুখে রাশিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘এই ভয়াবহ অবস্থা থেকে বোঝা যায়, বাশার আল-আসাদ কতোটা নৃশংসভাবে ক্ষমতা চর্চা করে থাকেন।’ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘আবারও একবার সিরিয়ার সরকার গণহত্যায় তাদের অংশগ্রহণ অস্বীকার করছে।’

এ ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-মার্ক আয়রাল্ট বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া এ ধরনের কর্মকাণ্ডের মুখে দাঁড়িয়ে আমি সবাইকে আহ্বান জানাব, তারা যেন দায়িত্ব থেকে সরে না আসে। এ কথাটি মাথায় রেখে আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক আহ্বান করছি।’

মেডিক্যাল সূত্রকে উদ্ধৃত করে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হামলার কারণে অনেকের শ্বাসরুদ্ধ হয়, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন, কারও কারও আবার মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। ওই মেডিক্যাল সূত্র জানিয়েছে, এটি রাসায়নিক গ্যাস হামলা ছিল বলে আলামত মিলেছে।

এর আগেও তিনবার জাতিসংঘের তদন্তে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠে এসেছে সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে তারা ধারাবাহিকভাবে ওই ‘রাসায়নিক হামলা’ চালানোর কথা অস্বীকার করেছে।

এক বিবৃতিতে সিরিয়ায় জাতিসংঘ তদন্ত কমিশন বলছে, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার, বা চিকিৎসা ব্যবস্থায় হামলা চালানো যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকেই সামনে তুলে ধরে।’

ইউরৈপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কূটনীতিক ফেদেরিকা মোগেরিনি বলেন, ‘অবশ্যই এই হামলার প্রাথমিক দায়-দায়িত্ব ক্ষমতাসীন সরকারের। কারণ তারা জনগণকে রক্ষার দায়িত্বও গ্রহণ করেছে। যা পালন করতে তারা ব্যর্থ হয়েছে।’

এর আগে দামেস্কের কাছে অবস্থিত ঘৌতা এলাকার সম্ভাব্য রাসায়নিক হামলায় প্রায় এক হাজার ৩০০ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় জাতিসংঘের তদন্তকারী জেরি স্মিথ জানিয়েছেন, ‘২০১৩ সালের হামলারই প্রতিধ্বনি দেখা গেছে এবারের হামলায়।’ তখন বিষাক্ত সেরিন গ্যাস দিয়ে হামলা চালানো হয়েছিল।  সূত্র: বিবিসি, আল জাজিরা, দ্য হিল।

/এমপি/

সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ