X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় হামলা না চালাতে সম্মত যুক্তরাষ্ট্র: রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ০৮:৩৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১১:১৮
image

মস্কোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কো সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পুনরাবৃত্তি না করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেমকে তিনি এসব কথা বলেন। রুশ সংবাদমাধ্যম ইন্টারফেক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার সের্গেই লাভরভ বলেন, ‘বুধবার মস্কো সফরকালে রেক্স টিলারসন জানিয়েছেন, সিরিয়ায় আর কোনও হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।’

তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে ভবিষ্যতে হামলা চালাতে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেননি টিলারসন।

পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের আর কোনও হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে হামলা চালানোর সম্ভাবনা নেই, এমন কথা পররাষ্ট্রমন্ত্রী বলেননি। তিনি রাশিয়াকে আসাদ সরকারের ওপর তার প্রভাব খাটাতে বলেছেন, যেন আর কোনও হামলা চালানোর প্রয়োজন না পড়ে।’   

উল্লেখ্য, মার্কিন ও কয়েকটি পশ্চিমা দেশের দাবি, ৪ এপ্রিল সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। পরে এই রাসায়নিক হামলার অভিযোগে শুক্রবার একটি সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই ঘটনার পর মার্কিন-রুশ সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে। এর মাঝেই রাশিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে বুধবার একদিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে যান টিলারসন। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। তবে সিরিয়ায় মার্কিন ক্ষেপনাস্ত্র হামলার জের ধরে টিলারসনের সঙ্গে দেখা করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রতি দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন পুতিন। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো ও তুরস্ক ইদলিবে রাসায়নিক হামলায় সিরীয় সরকারের জড়িত থাকার কথা বলছে। এটা ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় সাদ্দাম হুসেইনের বিরুদ্ধে বলা কথিত ব্যাপক বিধ্বংসী অস্ত্রের প্রচারণার মতোই। এই ঘটনা এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি।’

সংবাদ সম্মেলনে পুতিন জানান, ‘রাশিয়ার কাছে তথ্য রয়েছে যে, মার্কিন বাহিনী ভুয়া রাসায়নিক হামলার পরিকল্পনা করছে, এর ওপর ভিত্তি করে তারা আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।’

তিনি আরও জানান, বিভিন্ন সূত্র থেকে এ বিষয়টি পরিষ্কার যে, ৪ এপ্রিল খান শেইখুনে হামলার পেছনে আসাদ সরকারের হাত নেই।

তবে মার্কিন কর্তৃপক্ষ ভুয়া রাসায়নিক হামলা চালিয়ে ওই ক্ষেপণাস্ত্র হামলাকে সঠিক হিসেবে প্রচার করবে বলেও পুতিন উল্লেখ করেন।

/এসএ/

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী