X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আফগান সেনাঘাঁটিতে হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৩:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৩:২৯
image

সেনাঘাঁটির সামনে সেনা সদস্যরা আফগানিস্তানের মাজার ই শরিফ সেনাঘাঁটিতে শুক্রবারের তালেবান হামলার পর শুরু থেকেই ওই ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা চলছে। মৃতের সংখ্যা নিয়ে সেনা কর্তৃপক্ষের তথ্য ও তালেবানের দাবিকৃত সংখ্যার মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। সেনা কর্তৃপক্ষ নতুন করে হতাহতের সংখ্যা জানিয়েছে। কিন্তু এর পরও সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লিখিত সংখ্যার সঙ্গেও সেনা কর্তৃপক্ষের সংখ্যার মিল নেই। আর তাই আফগান সেনাঘাঁটিতে প্রকৃত নিহতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

হামলার পর প্রাথমিকভাবে আফগান সেনা মুখপাত্র নাসরাতুল্লাহ জামশিদি জানিয়েছিলেন হামলাকারীরা ৮ সেনাকে হত্যা করে এবং ১১ জনকে আহত করে। পাল্টা হামলায় এক হামলাকারী নিহত এবং ৫ জনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

তবে শনিবার নাম প্রকাশ না করে এক আফগান কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে। আবার হামলার দায় স্বীকার করে শনিবার তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদের দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় অন্তত ৫০০ সেনা নিহত হয়েছে। আর সর্বশেষ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলা শতাধিক হতাহত হয়েছে। কিন্তু ঠিক কতজন নিহত কিংবা কতজন আহত হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এদিকে মাজার ই শরিফ সেনাঘাঁটিতে তালেবান হামলায় শতাধিক সেনা সদস্য হতাহতের ঘটনায় একদিনের জাতীয় শোক পালন করছে আফগানিস্তান। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্দেশ অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করছে পুরো জাতি। নিহত সেনাদের স্মরণে রবিবার (২৩ এপ্রিল) জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শনিবার (২২ এপ্রিল) সেনাঘাঁটিটি পরিদর্শনের পর তিনি এ নির্দেশ দেন।

উল্লেখ্য, আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের সেনা ঘাঁটির একটি মসজিদের কাছে শুক্রবার (২১ এপ্রিল) এ হামলা হয়। সামরিক পোশাকে এবং দুটি সামরিক যানে করে সেনাঘাঁটির গেটে হাজির হয় ছয়-দশজনের মতো হামলাকারী। নিরাপত্তারক্ষীকে তারা জানায় ওই গাড়িগুলোতে করে আহত সেনাদের নেওয়া হচ্ছে এবং তাদের জরুরি ভিত্তিতে ভেতরে ঢোকা প্রয়োজন। পরে সেনা সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড হামলার পাশাপাশি গুলি করতে থাকে তারা। সেসময় বেশ কয়েকজন হতাহত হন।

শনিবার, হামলাস্থল পরিদর্শনে যান আশরাফ ঘানি। নিহত সেনাদের স্মরণে রবিবার সারাদেশে একদিনের শোক পালনের ঘোষণা দেন তিনি।  জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকও করেন আশরাফ ঘানি। এ ঘটনায় ‘গুরুতরভাবে’ তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয় সেসময়।

শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করে তালেবান জানায়,তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। সম্প্রতি আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

আফগানিস্তানে মোতায়েনকৃত বিদেশি সেনা সদস্যরা প্রায়ই ঘাঁটিটি ব্যবহার করে থাকে বলে জানিয়েছে রয়টার্স। এ ঘাঁটিতে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে থাকেন। 

/এফইউ/

 






সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা