X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সমর্থনে কোরীয় উপসাগরে সর্ববৃহৎ জাপানি যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৭, ১৬:৩০আপডেট : ০১ মে ২০১৭, ১৬:৩৫
image

জাপানি রণতরী যুক্তরাষ্ট্রের সমর্থনে উত্তেজনাপূর্ণ কোরীয় উপসাগরে সর্ববৃহৎ যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন জ্বালানীবাহী নৌ-বহর কার্ল ভিনসনের নিরাপত্তায় কোরীয় উপসাগরের উদ্দেশে যাত্রা করেছে জাপানি রণতরী-ইজুমো। বিবিসি জানিয়েছে, বিতর্কিত সামরিক আইন প্রণয়নের পর এই প্রথম কোরীয় উপসাগরে সবথেকে বড় জাপানি রণতরী পাঠানো হলো।

জাপানের বিতর্কিত সামরিক আইনে দেশটির সেনাবাহিনীর কাজের পরিসর বিস্তৃত করা হয়েছে। জাপানের সংবিধানে সেনা-কার্যক্রম নিয়ে কঠোরতা থাকা সত্ত্বেও সেই আইন জারির পর হেলিকপ্টারবাহী ‘ইজুমো’কে কোরীয় উপসাগরের উদ্দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছে জাপান। বিবিসি জানিয়েছে, সেখানে অবস্থানরত মার্কিন নৌবহরের (কার্ল ভিনসন) জন্য কাছাকাছি অঞ্চলে জ্বালানি নিয়ে যাবে একটি মার্কিন জাহাজ। সেটিকে পাহারা দিয়ে গন্তব্যে নিয়ে যাবে ইজুমো।

কোরীয় উপসাগর নিয়ে  ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সেখানে মোতায়েন করা হয় মার্কিন নৌবহর কার্ল ভিনসন। এক পর্যায়ে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি দেন উ. কোরীয় নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশের অব্যাহত হুমকি উপেক্ষা করে গত রবিবার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উ. কোরিয়া। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।

মার্কিন নৌবহর কার্ল ভিনসনের প্রয়োজনীয় জ্বালানি-সরবরাহের জন্য কাছাকাছি অঞ্চলে  যাচ্ছে একটি মার্কিন জাহাজ।  তেলবাহী সেই জাহাজটির সঙ্গে যোগ দিতে ইজুমো এরইমধ্যে টোকিও’র দক্ষিণে ইয়োকোসুকায় অবস্থিত ঘাঁটি ছেড়েছে বলে নিশ্চিত করেছে জাপানের বার্তা সংস্থা কিয়োডো। অসমর্থিত সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের জনপ্রিয় সংবাদপত্র আশাই শিম্বু ও জিজি প্রেস জানিয়েছে, মার্কিন সরবরাহ নৌ-বহরকে পাহারা দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিয়ে যাবে। এটি জাপানের পশ্চিমাঞ্চলের শিকোকু পর্যন্ত জাহাজটির সঙ্গে থাকবে।

২৪৯ মিটার লম্বা ইজুমো’তে সর্বোচ্চ ৯টি হেলিকপ্টার বহন করা সম্ভব। জাপান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এটি দেখতে যুক্তরাষ্ট্রের উভচর অ্যাসল্ট ক্যারিয়ারগুলোর মতো।

উ. কোরীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই বিমানবাহী মার্কিন রণতরী কার্ল ভিনসন শনিবার জাপান সাগরে পৌঁছে দক্ষিণ কোরিয়ার নৌ-বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেয়। এদিকে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম বলছে, তাদের সেনাবাহিনী একক আক্রমণে মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম।

চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন বিমানবাহী রণতরী জাপানের নৌ-বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এবার মার্কিন রণতরীর সমর্থনে নামানো হলো সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।  ২০১৫ সালের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো পরবর্তী সময়ে এই প্রথম সেনা মহড়ার বাইরে দেশটির সরকার তাদের বিশাল যুদ্ধ জাহাজ মোতায়েন করল।

/বিএ/

সম্পর্কিত
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র