X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দায়িত্ব নিলেন নতুন ফরাসি প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ১৫:৪০আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪৯
image


ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ শপথ গ্রহণের মধ্য দিয়ে ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার (১৪ মে) এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে পৌঁছান ম্যাক্রোঁ। বিদায়ী ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন তিনি।  দুজনের মধ্যে আধা ঘণ্টার বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা দীর্ঘস্থায়ী হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এলিসি প্রাসাদে প্রেসিডেন্টের শপথ নেন ম্যাক্রোঁ। শপথ গ্রহণের পর তাকে লিজিয়ন অব অনার প্রদান করা হয়।  

ম্যাখোঁর শপথ
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহটি খুব ব্যস্ত থাকবেন ম্যাক্রোঁ। সোমবারই তার জার্মানি সফরের দিন। এদিন বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে কথা বলবেন তিনি।

ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স প্রধানমন্ত্রীর নিয়োগ এবং নতুন সরকার গঠনের দিনক্ষণ জানিয়েছে।
নির্বাচনি প্রচারণায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়েই ফ্রান্সকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন ম্যাক্রোঁ। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

ফ্রান্সের রাজনীতিতে বাম ও ডানপন্থী রাজনৈতিক প্রধান দু’টি ধারার বাইরে ১৯৫৮ সালের পর ম্যাক্রোঁই প্রথম ব্যক্তি, যিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস