X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইলেকট্রনিক নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে পারে ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ১৪:১৫আপডেট : ১৭ মে ২০১৭, ১৪:১৯
image

বিমানে ল্যাপটপ-ট্যাব নিষিদ্ধ যুক্তরাষ্ট্রমুখী বিমান যাত্রীদের ওপর আরোপ করা ইলেকট্রনিক নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে পারে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মঙ্গলবার মন্ত্রণালয়ের এক মুখপাত্র সে ইঙ্গিতই দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি বছরের মার্চে আট মুসলিম প্রধান দেশের ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে মোবাইল ফোন ছাড়া প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নিষেধাজ্ঞার আওতায় এসব বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে আসা কোনও যাত্রী তাদের হাত ব্যাগে ল্যাপটপ, আইপ্যাড, কিন্ডলের মতো ডিভাইস বহন করতে পারেন না। তবে মোবাইল ফোন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।

স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র ডেভিড লাপান এ নিষেধাজ্ঞা সম্প্রসারণের বিষয়ে কোনও নির্দেশনা দিতে রাজি হননি। তবে জানিয়েছেন তা আরও বিস্তৃত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, নিষেধাজ্ঞা বর্ধিত হলে ইউরোপ এবং অন্যান্য জায়গার বিমানবন্দর আক্রান্ত হবে। 

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি

এয়ারলাইন সুরক্ষাসহ বিমান পরিবহনে ইলেকট্রনিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের বিষয়ে আলোচনার জন্য বুধবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মার্কিন কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হচ্ছেন বলে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন।  

গত শুক্রবার জন কেলি ফোনে ইইউভুক্ত দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলার পর ওই বৈঠকের আয়োজন করা হয়। স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তা এলিন ডিউক ওই বৈঠকে অংশগ্রহণ করবেন।

গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর কথা ভাবছে।

এদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও জানিয়েছেন, সে দেশে আসা কিছু ফ্লাইটে তিনি ইলেকট্রনিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

উল্লেখ্য, ২০১৬ সালে শুধু ইউরোপ থেকেই প্রায় ৩ কোটি যাত্রী বিমানে করে যুক্তরাষ্ট্রে গিয়েছিল।

/এসএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী