X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর বেসামরিক শীর্ষপদে নব্য নাৎসিবাদী স্পেন্সারকে চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৩ জুন ২০১৭, ১৪:৩৫
image

ডোনাল্ড ট্রাম্প ও রিচার্ড স্পেন্সার নৌবাহিনীর বেসামরিক শীর্ষপদে রিচার্ড স্পেন্সারের নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে স্পোসার একজন নব্য নাৎসিবাদী। সিনেটে ট্রাম্পের প্রস্তাব অনুমোদন পেলেই কেবল তার নিয়োগ নিশ্চিত হবে।

পলিটিকো অবশ্য জানিয়েছে, ওই পদের জন্য স্পেন্সার ট্রাম্পের দ্বিতীয় পছন্দ। তালিকায় প্রথম স্থানে ছিলেন ফিলিপ বিল্ডেন। তবে তিনি নিজের আর্থিক সংস্থা নিয়ে সমস্যায় থাকায় তার নাম সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে ফল ক্রিক ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন স্পেন্সার। এর আগে তিনি মেরিন কর্পসে কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। ডিফেন্স বিজনেস বোর্ডে ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন তিনি।

সমাবেশে রিচার্ড স্পেন্সার

গত ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ‘নাৎসি স্যালুট’ দিয়ে তা উদযাপন করেন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যকামী ‘অল রাইট’ গ্রুপ। নব্য নাৎসীবাদী এ গ্রুপটি শ্বেতাঙ্গ আধিপত্য ছাড়াও ইসলামোফোবিয়া এবং নারী বিদ্বেষী মতবাদ ধারণ করে।

ওই সময়ে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, অল রাইট মুভমেন্টের নেতা রিচার্ড স্পেন্সার এক সম্মেলনে বলছেন, ‘আমেরিকা শুধুই শ্বেতাঙ্গদের জন্য।’ এ সময় তিনি শ্বেতাঙ্গদের ‘সূর্যসন্তান’ বলে আখ্যায়িত করেন। এ সময় তিনি যারা কখনও মহাকাশে পদচারণা করেনি, তাদের সবচেয়ে ‘ঘৃণ্য জীব’ হিসেবে আখ্যায়িত করেন।

নাৎসি স্যালুটের আদলে উপস্থিত কিছু দর্শক তাদের বাহু প্রসারিত করলে রিচার্ড স্পেন্সার চিৎকার করে বলেন, ‘হেইল ট্রাম্প, হেইল আওয়ার পিপল, হেইল ভিক্টরি!’ জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ‘হেইল হিটলার’ বলে অভিবাদন জানাতো তার সমর্থকরা।

রিচার্ড স্পেন্সার

ওই সময়ে ‘অল রাইট’ গ্রুপটির এমন স্যালুট প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তাদের নিন্দা জানাই। এটা আমি অস্বীকার করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’ অল রাইট গ্রুপকে সক্রিয় করার কোনও ইচ্ছা তার নেই বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, সিনেটের অনুমোদন পেলে স্পেন্সার হবেন প্রতিরক্ষা বাহিনীতে বেসামরিক শীর্ষপদে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় নিয়োগ। এর আগে বিমানবাহিনীর বেসামরিক শীর্ষপদে নিয়োগ পেয়েছিলেন হিথার উইলসন। সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক পদে এখনও কাউকে নিয়োগ দেননি ট্রাম্প।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা