X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইরানের পার্লামেন্ট ‘জঙ্গিমুক্ত’, তৃতীয় হামলার পরিকল্পনা নস্যাতের দাবি

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৯:৪০আপডেট : ০৭ জুন ২০১৭, ১৯:৪৭

ইরানের পার্লামেন্ট ‘জঙ্গিমুক্ত’, তৃতীয় হামলার পরিকল্পনা নস্যাতের দাবি বুধবারের‌ হামলায় ১২ জন নিহতের খবর দিয়ে তেহরান দাবি করেছে, সেখানে ৪ হামলাকারীকে হত্যার মধ্য দিয়ে ভবনটিকে জঙ্গিমুক্ত করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে দাবি তাদের। তৃতীয় একটি হামলার পরিকল্পনা নস্যাতের দাবিও করেছে তারা। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই দাবির ব্যাপারে নিজেদের সংশয়ের কথা জানিয়েছে।

উল্লেখ্য, ইরানের সংবাদমাধ্যমের বাস্তবতা বিবেচনা করলে সেখানে  খবর সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে তাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করতে হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ১২ জন নিহতের খবর দিলেও এদের মধ্যে ৪ হামলাকারী আছেন কিনা, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি তেহরান। আবার নিহতরা কেবল পার্লামেন্ট ভবনের হামলায় জড়িত নাকি তারা খোমেনির মাজারের হামলাতেও জড়িত তাও নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রীয় সূত্রের বরাত দিয়ে এ ঘটনায়  ৩৯ জনের আহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।

ইরানের স্থানীয় কোনও কোনও সংবাদমাধ্যম অসমর্থিত সূত্রে পার্লামেন্ট ভবনে এমপিরা জিম্মিদশায় রয়েছেন বলে দাবি করেছিল। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সবশেষ খবরে কোনও ধরনের জিম্মিদশার খবর প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা শুরুর ৫ ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পার্লামেন্ট ভবন জঙ্গিমুক্ত করার খবর জানিয়েছে। এরআগে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এর দেওয়া এক বিবৃতিতে ১২ জন নিহতের খবর জানিয়ে বলা হয়েছিল,‘নিরাপত্তারক্ষীরা তা খুঁজে দেখার চেষ্টা করছেন। ভবনটি পরিস্কারে নিয়োজিত রয়েছেন তারা।’

ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের খবর প্রকাশিত হয়েছে। আইএসের দাবি, তাদের যোদ্ধারা তেহরানের দুটি স্থানে হামলা চালিয়েছে। আমাক-এ প্রকাশিত আরেকটি বিবৃতিতে বলা হয়, খোমেনির মাজারে দুইজন আত্মঘাতী হামলা চালিয়েছে। 

বুধবার সকালে ইরানের পার্লামেন্ট ও ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতার মাজারে দুর্বৃত্তদের হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যম তাসমিনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। অবশ্য, সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা একজন বলে উল্লেখ করা হয়ে। তবে সবশেষ ১২ জন নিহতের কথা জানায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

তেহরানের দাবি, তৃতীয় হামলার পরিকল্পনা রুখে দিয়েছে সেখানকার রাষ্ট্রীয় বাহিনী। ওই সন্ত্রাসী দলকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানের দুটি এলাকায় হামলা চালায় অজ্ঞাতরা। পার্লামেন্ট সদস্য ইলিয়াস হযরতিকে উদ্ধৃত করে রয়টার্স আরও জানায়,একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে তিন দুর্বৃত্ত পার্লামেন্টে হামলা চালায়। নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছিল,পার্লামেন্টে হামলাকারীর সংখ্যা ৪ জন ছিল।  রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও চারজনের নিহত হওয়ার খবর জানিয়েছে।

পার্লামেন্টে হামলার আধ ঘণ্টা পর আয়াতুল্লাহ খোমেনির মাজারেও কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। সেসময় একটি আত্মঘাতী হামলাও চালানো হলে কয়েকজন আহত হয়। হামলাকারী আত্মঘাতী নারী বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড ভেস্টও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

অল্প সময়ের ব্যবধানে খোমেনির মাজারে দ্বিতীয় আরেকটি আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির বার্তা সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস