X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুলতানা কামালকে হুমকিতে উদ্বিগ্ন ৭ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ২১:০১আপডেট : ১৩ জুন ২০১৭, ২১:২৬

সুলতানা কামালকে হুমকিতে উদ্বিগ্ন ৭ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকির ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা করেছে সাত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের জানায় সংস্থাগুলো। একইসঙ্গে তারা এ ঘটনার যথাযথ তদন্ত করে সুলতানা কামালের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ইস্যুতে সরকারের নীরবতা অপরাধ করেও পরিত্রাণ পাওয়ার সংস্কৃতিকে শক্তিশালী করছে। ফলে উগ্রপন্থী গোষ্ঠীগুলো নির্ভয়ে তাদের চরমপন্থী মতামত প্রচার করে যাচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এগুলো মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ডেরও বিরোধী। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জানমালের সুরক্ষা পাওয়ার সাংবিধানিক অধিকার সুলতানা কামালের রয়েছে। একইসঙ্গে তিনি মত প্রকাশের অধিকারও সংরক্ষণ করেন।

সুলতানা কামাল ছাড়াও তার পরিবার এবং দেশের অন্যান্য মানবাধিকারকর্মীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, অবাধ মতপ্রকাশের ক্ষেত্রে মানবাধিকারকর্মীরা যেন রাষ্ট্র বা অন্য কোনও পক্ষের হয়রানির শিকার না হন।

বিবৃতিতে বলা হয়, সুলতানা কামাল বাংলাদেশের একজন খ্যাতনামা আইনজীবি ও নারী মানবাধিকার কর্মী। সংবাদভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে মতপ্রকাশের কারণেই তিনি মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে গঠিত কট্টর ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের হুমকির শিকার হয়েছেন। ২০১৭ সালের ২৮ মে নিউজ ২৪-এর ওই টকশো-তে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন সুলতানা কামাল, ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি অপু উকিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও হেফাজতের প্রতিনিধি।

বিবৃতি দেওয়া আন্তর্জাতিক সংস্থাগুলো হচ্ছে এশিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), ফ্রন্ট লাই ডিফেন্ডারস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস, এশিয়া প্যাসিফিক ফোরাম অন উমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস এবং ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস।

/এমপি/

সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!