X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফেসবুকের মাধ্যমে বাংলাদেশিদের আইএসে ভেড়াচ্ছে কর্নাটকের যুবক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০১৭, ০২:৫৯আপডেট : ১৭ জুন ২০১৭, ০৮:৪৩

মোহাম্মদ শাফি আরমার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ভারতীয় উপমহাদেশের প্রধান নিয়োগকারী ও ভারতের কর্নাটকের বাসিন্দা মোহাম্মদ শাফি আরমার (৩০) বর্তমানে পলাতক। সে ফেসবুক ব্যবহার করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে সদস্য নিয়োগ দিচ্ছে। ফেসবুক ও অন্যান্য ব্যক্তিগত ম্যাসেঞ্জার ব্যবহার করে সে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের ব্রেন ওয়াশ করছেন এবং এই তিন দেশ থেকে আইএসে সদস্য নিয়োগ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আরমার কর্নাটকের বাতখালের বাসিন্দা। গত বুধবার যুক্তরাষ্ট্র তাকে 'বিশ্ব সন্ত্রাস' বলে অবিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএসের এ নিয়োগকারী ফেসবুকে কয়েক ডজন গ্রুপ দেখভাল করে। যার সদস্যরা ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমনকি ইন্টারপোলের রেড কর্নার নোটিশেও ৩০ বছর বয়সী এ আইএস সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আরমারের অনেক নাম আছে। যার মধ্যে ছোট মওলা, আনজান ভাই এবং ইউসুফ আল-হিন্দি খুবই পরিচিত।

জানা গেছে, ভারতে ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ নামের একটি জঙ্গি সংগঠনের নেতারা মারা যাওয়ার পর আরমার তার ভাইয়ের সঙ্গে ভারত থেকে পাকিস্তানে চলে যায়। সেখানে বাতখাল ব্রাদারের সঙ্গে সংঘর্ষের পর আরমার আনসার উল তাওহীদ নামে একটি জিহাদি সংগঠন গড়ে তোলে। যা পরবর্তীতে আইএসের বস্যতা স্বীকার করে।

আরও জানা গেছে, ভারতের রাজধানী এবং হারিদাওয়ারে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে ভারতীয় গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা ইতোমধ্যে আরমারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন। ২০১৩ সালের নেপাল সীমান্ত থেকে ইয়াসিন বাতখালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে আরমারের আইএস সংযোগ নিশ্চিত হওয়া যায়। পরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মধ্য প্রদেশের রাতলামে সন্দেহভাজন আইএস ক্যাডারদের বিষয়ে তদন্ত করতে গিয়ে আরমারের আইএস সংযোগের বিষয়ে আরও নিশ্চিত হয়। এরপর থেকেই মূলত আরমার গোয়েন্দাদের তদন্তের আওতায় আসে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক আইএস কর্মীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, আরমার ভারতের যুবকদের আইএসে যোগ দিতে বিভিন্নভাবে মোটিভেট করে। অভিযোগ আছে, সে অনলাইনে মুসলিম মৌলবাদের মাধ্যমে জুনদ উল খালিফা-ই-হিন্দের জন্য যুবকদের নিয়োগ দেয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ