X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চীনে রফতানি বাড়াতে অনলাইন বাণিজ্যে আগ্রহী বাংলাদেশি উদ্যোক্তারা

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ২০:৪৬আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:৫২
image

ই-কমার্স ব্যবস্থার মাধ্যমে (অনলাইন বাণিজ্য) চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে রফতানি বৃদ্ধির স্বার্থে ই-কমার্স ব্যবস্থা ব্যবহারের ওপর জোর দেন তারা। ‘ই-কমার্সের মাধ্যমে চীনে রফতানি করবেন যেভাবে’ নামে ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ঢাকায় দুই দিনের ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে ঢাকায় দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়। যৌথভাবে প্রশিক্ষণটির আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। সোমবার প্রশিক্ষণের উদ্বোধনী দিনে অন্যদের পাশাপাশি ডিসিসিআই-এর প্রেসিডেন্ট আবুল কাশেম এবং বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর লি গুয়াংজুন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেন ২৫ জন ব্যক্তি। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ডিসিসিআই প্রেসিডেন্ট আবুল কাশেম খান বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিশেষ করে যারা ই-কমার্সে যুক্ত তারা এ প্রশিক্ষণ থেকে লাভবান হবেন।”
তিনি বলেন, “ই-কমার্সের মাধ্যমে চীনে রফতানি জোরালো করতে উদ্যোক্তাকে সশরীরে চীনে যেতে হবে না।”

লি গুয়াংজুনও ই-কমার্স বাণিজ্যের ওপর জোর দেন। তিনি বলেন, ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চীনে রফতানি করতে পারেন। তিনি জানান, গত বছর চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৫শ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে রফতানিকৃত পণ্যের মূল্য ৯০০ মিলিয়ন ডলার।

/এফইউ/বিএ/




সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ