X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারতে মৌলিক অধিকারের স্বীকৃতি পেল ‘ব্যক্তিগত গোপনীয়তা’

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:৩৫
image

‘ব্যক্তিগত গোপনীয়তা’কে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এক ঐতিহাসিক রায়ে এই সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহের খেহরের নেতৃত্বে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেঞ্চের সব সদস্যের সম্মতিক্রমে এই রায় ঘোষিত হয়েছে।
ভারতীয় সুপ্রিম কোর্ট

১৯৫৪ সালে সুপ্রিম কোর্টের আট সদস্যের সাংবিধানিক বেঞ্চে এম পি শর্মা মামলায় রায় দিয়েছিল, ব্যক্তিগত গোপনতা মৌলিক অধিকার নয়। ১৯৬২ সালে খরক সিংহ মামলায় একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের ছয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিজেপি নেত্বত্বাধীন এনডিএ জোট সরকারের দাবিও ছিল একই রকমের। তাদেরও অভিমত, সংবিধান গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত যুগান্তকারী রায় ঘোষণা করে।

ভারতের সর্বোচ্চ আদালতের বৃহস্পতিবারের রায়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে একই আদালতের পূর্ববর্তী দুইটি রায় বাতিল হয়ে যায়। এদিনের বেঞ্চে অন্য বিচারপতিরা ছিলেন, জে চেলমেশ্বর, এস এ বোবদে, আর কে আগরওয়াল, আর এফ নরিম্যান, এ এম সাপ্রে, ডি ওয়াই চন্দ্রচূড়, এস কে কৌল ও এস আবদুল নাজির।

রায়ে চ্যালেঞ্জের মুখে মোদি সরকারের আধার কার্ড

সর্বোচ্চ আদালতের রায়ে সর্বসম্মত সিদ্ধান্ত এসেছে গোপনীয়তার অধিকারের পক্ষে। বিচারপতিরা একমত হয়েছেন, সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনধারণের ও স্বাধীনতার অধিকার রক্ষা করা হয়েছে। ফলে ওই ধারার সঙ্গে সহজাত ভাবে জড়িত ব্যক্তির গোপনতা রক্ষা অধিকারও মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

গোপনীয়তার অধিকারের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এই রায়ের ফলে আধার কার্ড এর অচল হয়ে পড়ল কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু বলেনি বলে তিনি জানিয়েছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো মনে করছে, আইডি কার্ডে ব্যক্তিগত গোপন তথ্য লাগে, বিধায় এই রায়ে মোদি সরকারের আধার কার্ড চ্যালেঞ্জের মুখে পড়বে। 

 

/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী