X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বন্যায় ৪৭ জনের মৃত্যু, কংগ্রেসের কাছে তহবিল চাইলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩২
image

শক্তিশালী ঘূর্ণিঝড় 'হারিকেন হার্ভে'র আঘাত এবং সেখান থেকে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। নিজেদের আবাস থেকে বিতাড়িত হয়ে এখনও অস্থায়ী আশ্রয়ে রয়েছে ৪৩ হাজার মানুষ।  টেক্সাস ও লুইজিয়ানায় সৃষ্ট বন্যা মোকাবিলায় কংগ্রেসের কাছ থেকে প্রাথমিকভাবে ৭৮০ কোটি ডলার তহবিল চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার দ্বিতীয়বারের মতো টেক্সাস সফরে যাচ্ছেন তিনি। হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি এডভাইজার টম বোসার্টকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হার্ভেজনিত সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে আরও কয়েক ধাপে কংগ্রেসের কাছ থেকে তহবিল চাওয়া হতে পারে। 

ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে আঘাত হানা হারিকেন হার্ভের কারণে ১০ লাখেরও বেশি মানুষ ঘরহারা হয়েছে। বন্যার কারণে অচল হয়ে পড়েছে হিউস্টন শহর। নদীর পানির মাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

বালতিতে প্রয়োজনীয় সরঞা্জামদি ভরে নিরাপদে নিয়ে যাচ্ছেন টেক্সাসের দুই বাসিন্দা
টেক্সাসে হার্ভের আঘাতের পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ১২,৫০০ কোটি ডলারেরও বেশি অর্থ সহায়তা লাগতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবোট। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেস বরাবর লেখা এক চিঠিতে প্রাথমিকভাবে ৭৮০ কোটি ডলার সহায়তা চাওয়া হয়। এ ব্যাপারে হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি এডভাইজার টম বোসার্ট বলেন, ট্রাম্প প্রশাসন চায় কংগ্রেস দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবিষয়ক পদক্ষেপ নিজে নিজেই নেবে এবং ঋণসীমা বাড়ানোর মতো পদক্ষেপগুলোর সঙ্গে একে যুক্ত করবে না। ঋণসীমা হলো যুক্তরাষ্ট্র সরকার কী পরিমাণ ধার নিতে পারবে তা নির্ধারণ করে দেওয়া। কেবল কংগ্রেসই ঋণসীমা বাড়াতে পারে।    

বন্যার্ত একজনকে উদ্ধার করা হচ্ছে
এদিকে টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত করা সবচেয়ে শক্তিশালী হারিকেন ছিল হার্ভে। হার্ভের আঘাতের পর টেক্সাসের হিউস্টন এলাকায় বন্যা দেখা দিয়েছে। গোটা যুক্তরাষ্ট্রে এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাতের দৃষ্টান্ত বিরল।

/এফইউ/
সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র