X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ইয়েমেনে মানবিক সংকটে একাই সহায়তা করা উচিত সৌদি আরবের’

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৬
image

 

ইয়েমেনে দুর্ভিক্ষ ও কলেরা মোকাবেলায় সৌদি আরবেক একাই আর্থিক সহায়তা প্রদান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি। তিনি বলেন, ‘ইয়েমেন মানবিক সংকটে শতভাগ তহবিল দেওয়া উচিত সৌদি আরবের।’ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

‘ইয়েমেনে মানবিক সংকটে একাই সহায়তা করা উচিত সৌদি আরবের’

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে কোনও নির্দিষ্ট পক্ষকে দোষ দেওয়ার ঘটনা এটাই প্রথম। ডেভিড সৌদি জোটের অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, এই অভিযানে ত্রাণ কার্যক্রম ব্যহত হচ্ছে।

তিনি বলেন, সৌদি আরব হয় যুদ্ধ বন্ধ করুক কিংবা ফান্ড দিক, অথবা দুটোই করতে পারে।

২০১৫ সালের মার্চে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর ছেড়েছেন কয়েক লাখ মানুষ।

যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি। সৌদি রাজপরিবারের দাবি, তাদের আর্থিক সহায়তায় ইয়েমেনে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে।  চলতি বছর জুনে জাতিসংঘের ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৬ কোটি ৬০ লাখ ডলার সহায়তা প্রদান করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

/এমএইচ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ