X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানাতে সু চি’কে কানাডার প্রধানমন্ত্রীর ফোন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৫:২২

জাস্টিন ট্রুডো (বাঁয়ে) ও অং সান সু চি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’কে ফোন দিয়ে তিনি এই উদ্বেগ জানিয়েছেন। এসময় তিনি চলমান পরিস্থিতিতে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চি’র ভূমিকার ওপর সুনির্দিষ্টভাবে জোর দেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান এই সহিংসতার অবসান ঘটাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং রাখাইন রাজ্যে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন জাস্টিন ট্রুডো।
খবরে বলা হয়, সু চি’র সঙ্গে ফোনালাপে জাস্টিন ট্রুডো সব ধরনের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। এসময় তিনি সব নৃগোষ্ঠীকে সম্মান জানানোর মতো একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার গড়ে তুলতে কানাডা সমর্থন দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন। ফোনালাপে সু চি মানবিক প্রচেষ্টায় কানাডার অবদানের প্রশংসা করেছেন।
জাস্টিন ট্রুডো তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টেও সু চি’র সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে উদ্বেগ জানাতে আজ (বুধবার) আমি অং সান সু চি’র সঙ্গে কথা বলেছি।
আরও পড়ুন-
‘রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদ ব্যর্থতার পরিচয় দিয়েছে’

রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান নিরাপত্তা পরিষদের

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ