X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টকে ইঙ্গিত করে টুইট, ভেনেজুয়েলায় মার্কিন নাগরিক আটক

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ১২:১৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১২:৪৪

রবার্ট মুগাবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে’র বিরুদ্ধে টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়ায় এক মার্কিন নাগরিককে আটক করেছে জিম্বাবুয়ের  পুলিশ। সাইবার অ্যাক্ট অনুযায়ী তাকে আটক করা হয়। পুলিশ বলছে, টুইটারে তার দেওয়া পোস্ট ছিল প্রেসিডেন্টের জন্য অপমানজনক। আটককৃতের আইনজীবী জানিয়েছেন, জিম্বাবুয়েতে সাইবার নিরাপত্তা মন্ত্রণালয় চালু হওয়ার পর থেকে এ ধরনের আটকের ঘটনা এটাই প্রথম। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার আটক হওয়া ওই মার্কিন নারীর নাম মার্থা ওডোনোভান। তিনি জিম্বাবুয়েভিত্তিক মাগাম্বা টেলিভিশনে কাজ করেন। এই চ্যানেলে মূলত ব্যঙ্গাত্মক অনুষ্ঠান প্রচার করা হয়।

মাগাম্বা টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়, ভোরে রাজধানী হারারেতে অবস্থিত মার্থা ওডোনোভান-এর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিম্বাবুয়ে লইয়ার্স ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্থা ওডোনোভান নামের ওই মার্কিন নারী একটি  পোস্ট রিটুইট করেছিলেন। এতে দৃশ্যত মুগাবে’কে উদ্দেশ্য করে ‘স্বার্থপর এবং অসুস্থ মানুষ’ বলা হয়েছে।

মার্থা ওডোনোভান-এর পোস্টে বলা হয়েছে, ‘আমরা একজন স্বার্থপর ও অসুস্থ মানুষ দ্বারা শাসিত হচ্ছি।’ এতে সরাসরি মুগাবে’র নাম উল্লেখ করা হয়নি। তবে পুলিশ বলছে, এ ধরনের পোস্ট প্রেসিডেন্টের জন্য অপমানজনক।

জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা রবার্ট মুগাবে গত শতকের আশির দশকে স্বাধীনতার পর থেকে দেশটি শাসন করে আসছেন। সাধারণভাবে তিনি পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রশংসা করেন মুগাবে। আমেরিকান জাতীয়তাবাদের ব্যাপারে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানান তিনি। এ সময় তিনি মার্কিন নাগরিকদেরও ট্রাম্পের পাশে থাকার আহ্বান জানান। মুগাবে’র ভাষায়, ‘আমেরিকার জন্য আমেরিকা। আমেরিকাবাসীর জন্য আমেরিকা। এ ব্যাপারে আমরা একমত’।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র