X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নতুন কর বিল পাস করলো মার্কিন সিনেট

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:১১
image

তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় সবচেয়ে বেশি পরিবর্তন আনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিনেটে নতুন কর বিলটি পাস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন ব্যবস্থায় কর্পোরেট অফিস, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে কর কমানোয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে দাবি করেছে রিপাবলিকানরা। তবে এটা শুধু উচ্চবিত্তদের সুবিধা দেওয়ার পাশাপাশি জাতীয় ঘাটতি বাড়াবে বলে আশঙ্কা জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

সিনেটে কর বিল পাস হয়েছে
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিনেটের ভোটাভুটিতে সভাপতিত্ব ও ফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট পেয়েছে ৫১টি আর না ভোট পেয়েছে ৪৮টি। কর কর্তন ও চাকরি আইন পাস হয়েছে।’ তবে চূড়ান্ত ফল প্রকাশের আগে বিলটির বিরোধীরা ‘কিল দ্য বিল’ বলে চিৎকার করছিলেন। তাদের পাহারার মধ্যে রাখা হয়।

নতুন বিলে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ এবং ব্যক্তিগত কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। খবরে বলা হয়, সিনেটে পাস হলেও বিলটির চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে। বিলটি পাস হলে এটা হবে ট্রাম্পের জন্য প্রথম বড় ধরনের আইনী জয়।

বিলটি পাস হওয়ার সামান্য আগে তিনটি প্রক্রিয়াগত নিয়ম ভঙ্গ করার বিষয় ধরা পড়ে। সেই মুহুর্তে বিলে সামান্য পরিবর্তন আনা হয়। এ কারণে বিলটি আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে। সেখানে পাস হলেই তা চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর আগে হাউজে বিলটি খুব সহজেই পাস হয়েছিল। মার্কিন সংসদের দুই কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।

যুক্তরাষ্ট্রের সিনেট তাদের কর ব্যবস্থায় ঐতিহাসিক বিলটি পাস করলো। কর ব্যবস্থা বিষয়ক নির্দলীয় যৌথ কমিটি সতর্ক করে বলেছিল, এ উদ্যোগের ফলে আগামী ১০ বছরের মধ্যে দেশটির অভ্যন্তরীণ ঋণ এক লাখ ৪০ হাজার কোটি থেকে ২০ লাখ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে দেশটিতে ধনী-গরিবের ব্যবধান আরও বাড়বে।

 

/আরএ/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস